বিশ্বজমিন
খালিস্তানপন্থি নেতার সম্পদ জব্দ ভারতে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৮ অপরাহ্ন

খালিস্তানপন্থি নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুনের পাঞ্জাবের চণ্ডিগড়ের বাড়ি জব্দ করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এআইএ)। একই সঙ্গে অমৃতসরে তার মালিকানাধীন জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। পান্নুন পাঞ্জাবে শিখদের আলাদা একটি রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠা আন্দোলন শিখস ফর জাস্টিসের প্রধান। ভারত এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ খবর দিয়ে এনডিটিভি বলেছে, পাঞ্জাবে পান্নুনের বিরুদ্ধে তিনটি রাষ্ট্রদ্রোহিতাসহ ২২টি ফৌজদারি মামলা আছে। অমৃতসর জেলার পাশেই খানকট তার পৈত্রিক গ্রাম। সেখানে ৪৬ ক্যানাল কৃষিজমি জব্দ করা হয়েছে। চণ্ডিগড়ে সেক্টর ১৫-সিতে বাসা নম্বর ২০৩৩ জব্দ করা হয়েছে। এর ফলে এসব সম্পত্তির অধিকার হারালেন তিনি। এই জমির মালিক এখন সরকার। তিনি আর এই জমি ভোগ বা বিক্রি করতে পারবেন না।