খেলা
৭ বছর পর বিপিএলে রশিদ খান
স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অভিষেক হয় রশিদ খানের। পরের আসরেও অংশ নেন আফগান অলরাউন্ডার। তবে এরপর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির শেষ ৪ আসরে অংশ নেননি তিনি। ৭ বছরের দীর্ঘ বিরতির পর ফের বিপিএলে ফিরছেন রশিদ। নিজের পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই খেলবেন তিনি।
গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে রশিদ খানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখে, ‘রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন।’ ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচ খেলে ২৬ রান করেন রশিদ খান। সে আসরে ১৯৪ রানের খরচায় ১৩ উইকেট নিয়েছিলেন আফগান লেগ স্পিনিং অলরাউন্ডার। ২০১৭ সালে সুবিধা করতে পারেননি রশিদ। ৭ ম্যাচ খেলে মাত্র ৬ রান সংগ্রহ করা এই ব্যাটার বল হাতে পান ৬ উইকেট। দুই আসর মিলিয়ে ১৫ ম্যাচ খেলে ৩২ রান এবং ১৯ উইকেট সংগ্রহ করেন রশিদ খান।
রশিদ খানের সঙ্গে বিদেশি খেলোয়াড় হিসেবে কুমিল্লার জার্সিতে বিপিএল মাতাবেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমানদের মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে।
আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের ১০ম আসর। তার আগে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।