ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

ভারত

৬৬ হাজার ৬৩২ কোটি রূপির বেশি কি জলে যাবে?

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৫ অপরাহ্ন

mzamin

ভারত-কানাডার সাম্প্রতিক সম্পর্ক অবনতির বিষয়টি কি দু’দেশের বাণিজিক পরিমণ্ডলকে আঘাত করবে? দু’দেশের শিল্পমহল বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায়। কানাডার সারে এলাকায় এক শিখ গুরুদুয়ারের সামনে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর গত ১৪ জুন গুলিবদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ভারত-কানাডার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।  দু’দেশই কূটনৈতিক উচ্চপদস্থ কর্মীদের তাদের দেশ থেকে বহিস্কার করেছে। কানাডার অভিযোগ, ভারত তাদের গোয়েন্দা সংস্থা ‘র’ কে কাজে লাগিয়ে নিজ্জরকে হত্যা করেছে।

ভারতের অভিযোগ- কানাডা সরকারের মদতেই সেই দেশে ভারতবিরোধী খালিস্তানি শক্তি মাথা চারা দিচ্ছে। এই দুইয়ের টানাপোড়েনে পিষ্ট হচ্ছে দু’দেশের বাণিজ্য।

২০২২ সালে ভারত-কানাডার ব্যাবসার পরিমাণ প্রায় ৮০০ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় ৬৬ হাজার ৬৬২ কোটি রুপি। দু’দেশের মধ্যে মুক্তবাণিজ্য চালু আছে। শিল্পমহলের আশংকা ভারত-কানাডা সম্পর্কের অবনমনের ছোঁয়া শিল্পমহলেও লাগবে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ অবশ্য বলেছে যে, সম্পর্কের ক্রমাবণতি প্রভাব ফেলবে না বাণিজ্যে। তারা চীনের উদাহরণ দিয়ে বলেছেন, ভারত-চীনের সম্পর্ককে আর যাই বলা হোক, মধুর বলা যায় না। কিন্তু, তা সত্ত্বেও দু’দেশের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক ক্ষুণ্ন হয়নি।   

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status