খেলা
কবে মাঠে ফিরবেন মেসি?
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
আর্জেন্টিনা-ইকুয়েডরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পুরো সময় খেলেননি লিওনেল মেসি। ক্লান্তির কারণে খেলা শেষ না করেই উঠে যান তিনি। ম্যাচ শেষে শোনা যায়, চোটে পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। অধিনায়কের ইনজুরি নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও আর্জেন্টিনার পরের ম্যাচে নামেননি মেসি। সবশেষ ইন্টার মায়ামি-আটলান্টা ইউনাইটেডের ম্যাচেও ছিলেন না এলএমটেন। বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কবে মাঠে ফিরবেন মেসি?
আগামীকাল ভোরে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। তার আগে গতকাল মায়ামির অনুশীলনে ফেরেন মেসি। তবে মায়ামি অধিনায়ক টরন্টোর বিপক্ষে খেলবেন কি না, তা নিয়ে নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। এমনকি কোচ জেরার্ডো টাটা মার্টিনোও স্পষ্ট কিছু বলেননি। এমন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে কবে মাঠে ফিরবেন তার ইঙ্গিতটা নিজেই দিলেন মেসি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]