বাংলারজমিন
তারুণ্যের রোডমার্চকে ঘিরে চাঙ্গা মৌলভীবাজার বিএনপি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারসরকার পতনের একদফা দাবিতে তারুণ্যের রোডমার্চকে ঘিরে মৌলভীবাজারে ফের চাঙ্গা বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভৈরব থেকে সিলেট অভিমুখে যাবার পথে শেরপুরের সমাবেশকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকালে সাবেক পৌর মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুনের বাসভবনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম. নাসের রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতারা জানান, সরকার পতনের একদফা দাবির রোডমার্চটি আগে ছিল তারুণ্যের রোডমার্চ। এখন সেটা বিএনপি’র রোডমার্চে পরিণত হয়েছে। আর এতে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন। বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ রোডমার্চকে সফল করতে সক্রিয় ভূমিকায় রয়েছেন। যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি মো. হেলু মিয়া, ফয়ছল আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা উলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, খলিলপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এমদাদ মাহমুদ সিরাজ, সদস্য সচিব আতাউর রহমান আতা, মনুমুখ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কামালপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বদরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র যোগাযোগ সম্পাদক কাজল মাহমুদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় নেতা মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান বলেন, সরকারকে আরেকটু ধাক্কা দিলেই পড়ে যাবে। তাদের পতনটা এখন সময়ের অপেক্ষামাত্র।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]