বাংলারজমিন
খুলনা জেলা যুবলীগ থেকে ৫ নেতাকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারবাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সম্পাদক শেখ সাইফুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ইউসুফ শেখ, কয়রা উপজেলা যুবলীগের সদস্য মাসুম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য শেখ আসাদুজ্জামান মিন্টুকে অব্যাহতি দেয়া হয়েছে। খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগের নির্দেশে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ গত ১০ই সেপ্টেম্বর দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২১শে সেপ্টেম্বর বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বিশেষ সভা ও প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার কারণে স্থগিত করা হয়েছে। সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের তারিখ পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]