বাংলারজমিন
পাকুন্দিয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- পাকুন্দিয়ার ইউএনও রোজলিন শহীদ চৌধুরী। এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গত রোববার ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে তিনদিনের মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে উপজেলা পরিষদ, পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের মোট ১২টি স্টল বসে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, সংরক্ষিত মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণের ১২টি স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করে হোসেন্দী ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় হয় উপজেলা প্রকৌশলী দপ্তর ও তৃতীয় স্থান লাভ করে চরফরাদী ইউনিয়ন পরিষদ। সমাপনী বক্তব্য শেষে শ্রেষ্ঠ স্টলের কর্ণধার হিসেবে হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেয় উপজেলা প্রশাসন।