বাংলারজমিন
ক্যান্সারে আক্রান্ত চাঁনু মিয়ার আর্থিক সাহায্যের আকুতি
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মো. চানু মিয়া (৭০) ঢাকার মিরপুর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মৃত মিছির আলী ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. চানু মিয়ার গলার ভেতরে এক মাস পূর্বে টিউমার দেখা দেয়, পরবর্তীতে টিউমার ক্যান্সারে রূপ নেয়। ঢাকার মিরপুর ডেল্টা হাসপাতালে রোগীকে কয়েকদিন পরপর থেরাপি দেয়া হচ্ছে। ক্যান্সারে আক্রান্ত চানু মিয়ার সহায়-সম্বল বলতে কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য কমপক্ষে ৫ লাখ টাকার প্রয়োজন। প্রয়োজনীয় টাকার অভাবে রোগীর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। কোনো সহৃদয়বান ব্যক্তি অথবা প্রতিষ্ঠান চানু মিয়ার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নির্মূলের জন্য আর্থিক সাহায্য দিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]