কলকাতা কথকতা
বাংলাদেশে পাচারের মুহূর্তে অস্ত্র উদ্ধার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ দিন আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৪ অপরাহ্ন
ভারতীয় বিএসএফ’র তৎপরতায় বাংলাদেশ সীমান্ত এলাকায় মিশিমপুরে উদ্ধার হলো বেশ কিছু অস্ত্র। উদ্ধার হয়েছে আরও অস্ত্র তাড়াল সীমান্ত এলাকায়। বিএসএফ-এর ধারণা বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্যই এই অস্ত্র যাচ্ছিল। ভোটের মুখে দুষ্কৃতীরা আরও অস্ত্র পাচারের চেষ্টা করবে বলেও তাদের ধারণা। মিশিমপুরে ৬৮ ব্যাটেলিয়ন উদ্ধার করেছে একটি দিশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৭.৬৫ মিলিমিটারের পাঁচটি লাইভ রাউন্ড। তাড়ালে ১১২ ব্যাটেলিয়ন উদ্ধার করেছে দুটি দিশি পিস্তল, লাইভ রাউন্ড এবং তিন কিলোগ্রাম গাঁজা। মিশিমপুরে গ্রেপ্তার হয়েছে আলি মন্ডল নামে এক ব্যক্তি। এই আলি মন্ডল একটি কলাবাগানে ঢুকে চাষির ছদ্মবেশে এই অস্ত্র পাচার করার চেষ্টা করেছিল। আলি মন্ডল জেরায় জানিয়েছে, যে এই অস্ত্র গোপালপুরে আব্দুল ও রহিম মন্ডল নামে দুই ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা ছিল তার এবং লালিম শেখ নামের এক ব্যক্তির। পুলিশের অনুমান- এরা নিছকই কেরিয়ার।
পাঠকের মতামত
শুধু অস্ত্র নয় সামনে নির্বাচনের আগে আগে ভূয়া ভোটারও আমদানী হবে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের কেন্দ্রে আসা বন্ধ করা হবে। আর ভূয়া ভৌটার দিয়ে কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন দেখানো হবে।