ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

তামাশা

স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

‘ভাত দেয়ার মুরোদ নাই, কিল দেয়ার গোঁসাই ’-বাংলা এই প্রবাদটিই যেন সত্য হয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্দেশনায়। রোববার ডেঙ্গু রোগীদের ঢাকায় আসতে বারণ করা হয়েছে অধিদপ্তরের ওই নির্দেশনায়। বলা হয়েছে, উপজেলা এবং জেলার রোগীরা যাতে ঢাকায় না আসেন। জেলা এবং উপজেলায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও অধিদপ্তর জানিয়েছে। অধিদপ্তরের এই নির্দেশনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা না পেয়েই রোগীরা ঢাকা আসতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় তাদের ঢাকায় আসতে বারণ করা এক ধরনের তামাশা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারির পর গতকাল ডেঙ্গু প্রবণ জেলা এবং উপজেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় গুরুতর রোগীদের নিয়ে স্বজনরা ছুটছেন বিভাগীয় শহর বা রাজধানীতে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আছে ওষুধ এবং স্যালাইন সংকটও। কয়েকজন সিভিল সার্জন মানবজমিনকে জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেয়ার ব্যবস্থা অনেক হাসপাতালে নেই।

বিজ্ঞাপন
মানুষ বাধ্য হয়েই বিভাগীয় শহর বা ঢাকায় যাচ্ছেন। অনেক ক্ষেত্রে জেলা বা উপজেলা থেকে রোগীকে রেফারও করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে মানুষকে এভাবে নির্দেশনা দেয়া হাস্যকর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, একজন রোগীর অধিকার আছে, তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নেয়ার। সেখানে আপনি তাকে বাঁধা দিতে পারেন না। সরকার পেরিপেরিতে (উপজেলায় পর্যায়ে) ভালো চিকিৎসা ব্যবস্থা না করে এই ধরনের নির্দেশনা দিতে পারে না। মানুষ এমনিতেই অনেক কষ্টে আছেন। তার উপর ডেঙ্গু রোগের ভোগান্তি। মানুষ ঢাকায় চিকিৎসা নিতে আসবেই। এটা ঠেকানো উচিৎ নয়। 

মাগুরা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাটিলেট কমে যাওয়া। তাই অধিদপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের র‌্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে রোগীর অবস্থা যেন মারাত্মক রুপ ধারণ না করে সেই দিকে নজর দিচ্ছি। কারণ রোগীর অবস্থা বেগতিক হলে তাকে ঢাকা পাঠানোর আগেই এক্সপায়ার করে। হস্তান্তরের সময় থাকে না। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমাদের সব সরকারি হাসপাতালেই ধারণ ক্ষমতার অধিক রোগী ভর্তি থাকে। তাই সকলকে সমান সুবিধা দেয়া দেয়া যায় না। রোগীর মারাত্মক কিছু হলে জেলা পর্যায়ে আইসিইউ না থাকায় তেমন কিছু করা সম্ভব নয় বলেও হতাশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এরপর আমি সদ্য যোগদান করে আমাদের চিকিৎসক ও ওষুধ পরিবেশকসহ বিভিন্নমহলকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরও অনেকে তাদের সাধ্যমতো ঢাকাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে রোগীকে চিকিৎসা দিচ্ছেন। 

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেব নাথ বলেন, আমাদের ধারণ ক্ষমতার চেয়ে হাসপাতালে রোগী বেশি। ঢাকায় রোগী না পাঠানোর বিষয়ে তিনি বলেন, সাধারণ রোগীকে ঢাকা পাঠাতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে কোনো ডেঙ্গু রোগীর কিডনি কাজ করছে না, হার্টে সমস্যা দেখা দিয়েছে,  সেইসব মুমূর্ষু রোগীকে ঢাকায় পাঠানো যাবে। কারণ তাদের আইসিইউ লাগবে। যার ব্যবস্থা আমাদের এখানে নেই। ঝিনাইদহে স্যালাইন, বেডের সংকট রয়েছে বলেও জানান তিনি।    

শেরপুর প্রতিনিধি জানান, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালের নির্ধারিত শয্যার বাইরে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অনেকেই চিকিৎসা নিচ্ছেন নিজ বাড়িতেই। তবে ডেঙ্গু রোগীর প্রয়োজনীয় স্যালাইন সংকটে বিপাকে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। হাসপাতালে নেই সরবরাহ, বাড়তি দামেও ফার্মেসিতে মিলছে না স্যালাইন।

শেরপুর সিভিল সার্জন ডা. অনুপ ভট্টাচার্য্য বলেন, বেড, স্যালাইন, চিকিৎসক থাকলেও কিন্তু আমাদের জেলাপর্যায়ে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না। ডেঙ্গু রোগীর প্লাটিলেট কমে যায়। অনেক ক্ষেত্রেই তাদের আইসিইউ এর প্রয়োজন হয়। সেই আইসিইউ ব্যবস্থা কিন্তু আমাদের বেশিরভাগ জেলা হাসপাতালে নেই। থাকলেও তা পর্যাপ্ত নয়। তাই অনেক সময় বাধ্য হয়ে আমাদের রোগীকে রেফার করতে হয়। তা না হলে তার জীবন সংকটে পড়ে। তখন স্বজনরা আমাদেরকেই দোষ দেন।  

মাগুরা প্রতিনিধি জানান,  মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে গত ২৪ ঘণ্টায় ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলার ৪ উপজেলায় বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন মোট ১২২ জন । এর মধ্যে সদরে ভর্তি ৭৩ জন, শ্রীপুরে ২৪ জন, মহম্মদপুরে ২৩ জন ও শালিখায় ২ জন । গতকাল সোমবার সরজমিন মাগুরা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে সাধারণ বেডের সংখ্যা রয়েছে ৪০টি। ফ্লোরে অবস্থান করছেন বাড়তি রোগীরা। নেই কোনো আইসিইউ’এর ব্যবস্থাও। স্যালাইনও পর্যাপ্ত না। 

ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলায় আগের তুলনায় কয়েকগুন বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন জেলা সদর হাসপাতালে। তবে ২৫০ শয্যার এই হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য নেই আলাদা কোনো শয্যা ব্যবস্থা। অনেকেই হাসপাতালের ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। রয়েছে স্যালাইনের সংকটও। সিনিয়র কনসালটেন্ট না থাকায় জীবন বাঁচানোর তাগিদে রোগী নিয়ে অনেকেই ছুটছেন ঢাকায়। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজাউল ইসলাম বলেন, সাধারণ ডেঙ্গু রোগীর চিকিৎসা আমরা এখান থেকেই দিয়ে থাকি। পারতপক্ষে কোনো রোগীকে ঢাকায় রেফার করি না। কিন্তু ক্রিটিক্যাল মোমেন্টে যখন আমরা সেবা দিতে পারছি না সেটা আমরা কী করবো? তাকে রেখে তো আমরা মেরে ফেলতে পারি না। এসব রোগীর চিকিৎসার জন্য সর্বপ্রথম একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রয়োজন। যা আমাদের নেই। আইসিইউ নেই। তেমন কোনো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। যেমন প্লাটিলেট সিস্টেমসহ তেমন বিশেষ ব্যবস্থা আমাদের নেই। আলাদা ইউনিট না থাকায় ডেঙ্গু রোগীদের জন্য ফ্লোরিং বেডের ব্যবস্থা করা হয়েছে। তবে যেই রোগীকে আমরা এখানে সার্বিক চিকিৎসা দিতে পারবো না, তাকেতো রেফার করতেই হবে। 

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আইসিইউ ও সুযোগ সুবিধা থাকা সত্বেও তা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই আশেপাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে অবস্থার বেগতিক হলে রোগীকে নিয়ে ছুটছেন ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে। 

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০২ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ১৬৩ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন রোগী।

হাসপাতালগুলোতে চলছে শয্যা সংকট। অনেক রোগীকে মেঝেতে-বারান্দায়, রাস্তায় বিছানা পেতে চিকিৎসা দেয়া হচ্ছে। একই সঙ্গে চরম সংকট দেখা দিয়েছে স্যালাইনের। বাইরে থেকে স্যালাইন কিনতে রোগীর স্বজনদের নাভিশ্বাস অবস্থা। বাড়তি দামে ফার্মেসিতেও মিলছে না কোনো স্যালাইন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে রক্তের জলীয় অংশ কমে যায়। এতে রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপ কমে যায়। রক্তের তারল্য ঠিক রাখতে ও রক্তচাপ স্থিতিশীল রাখতে রোগীকে স্যালাইন দিতে হয়। একজন রোগীকে দিনে এক থেকে দুই লিটার, কোনো কোনো ক্ষেত্রে এর বেশি স্যালাইন দেয়ার প্রয়োজন হয়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সাধারণত দশমিক ৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইড স্যালাইন রোগীর শরীরে পুশ করতে হয়। আর এসব সুযোগ সুবিধা না পাওয়ায় ও রোগীর জীবন সংকটপন্ন হওয়ায় অনেকেই রোগী নিয়ে ছুটছেন ঢাকায়। 
পঞ্চগড় প্রতিনিধি জানান, ডেঙ্গু নিয়ে পঞ্চগড়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪৮ ঘন্টায় সদর উপজেলায় ২ জন, দেবীগঞ্জ উপজেলায় ৩ জন ও তেঁতুলিয়া উপজেলায় ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় সদরে আরও ১ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, এ জেলার হাসপাতালে আইসিইউ সুবিধা নেই। তবে স্থানীয়ভাবে আমরা চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। এরপরও রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে আমরা রংপুরে রেফার করে থাকি।

 

পাঠকের মতামত

আল্লাহ তায়া'লা জালেমকে কিছু সময় অবকাশ দেয়, সীমা লংঘন করার পর তাকে পাকড়াও করা শুরু করে, তখন সমস্ত দুনিয়াবাসী একত্রীত হলেও তাকে রক্ষা করতে পারবেনা।নির্যাতিত মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয়না,কবুল হয়ে যায়।(নামাজ এবং ধৈর্যের মাধ্যমে প্রার্থনা কর-শিরক,হারাম মুক্ত ভাবে) অতএব কিছু সময় অপেক্ষা করার পর ফলাফল আসবে ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের হেদায়াত এবং হেফাযত করেন,আমীন। Bangladesh want free and fair elections and justice humanity and speech of freedom and voting rights and civil rights and care taker government .

মোঃ শহীদুল ইসলাম
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৯:৩৩ অপরাহ্ন

ভি আই পি ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ বন্ধ করা না গেলে দেশের স্বাস্থ্যসেবার উন্নতি হবে না।

বন্ধু খান
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

ডেঙ্গু রোগীদের ঢাকায় নিতে নিষেধ করা হচ্ছে , অথচ এই দেশের ভি.আই. পি দের সামান্য কিছু হলেই সিঙ্গাপুর নেয়া হয় কেন? সাধারণ মানুষ কি মানুষ নয়?

Shaikh Shahid
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:৩৮ অপরাহ্ন

কেউ কাশি হলে জনগণের পকেট মারার টাকা দিয়ে সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নিতে আর কেউ মৃত্যুর মুখে ও ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে পারবে না এটা কেমন কথা। বরং যে যেই সেক্টকে দায়িত্বশীল, তাঁদের ও তাঁদের পরিবারের লোকদের ঐ সেক্টরের (শিক্ষা, চিকিৎসা ইত্যাদি) বাহিরে সেবা নেয়ার সুযোগ বাতিল করা উচিত তাহলে ঐসব সেক্টরের উন্নতি হতে পারে।

AA
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:১৭ অপরাহ্ন

মানুষের পাঁচটি মৌলিক চাহিদা বিশ্ব সিকৃত তার মধ্যে অন্যতম চিকিৎসা মানুষ চিকিৎসার জন্য পৃথিবীর যেকোন প্রান্তে যাওয়ার অধিকার রাখে কিন্তু সরকার মানুষ মৃত্যু মুখে ঠেলে দিতে ডেঙ্গু রোগীর ঢাকায় যাওয়া নিষিদ্ধ করল, সরকারের উচিৎ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা, বাংলাদেশ বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থার আন্ঞ্চলিক পরিচালক পদে প্রার্থী দিয়েছে, যে সরকার নিজ দেশের জনগণ স্ব্যাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যর্থ তাদের প্রার্থীকে অন্য রাষ্ট্র কেন ভোট দিবে?

Nizam Uddin Pramanik
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১২:৩৫ অপরাহ্ন

Can we call the notice giver and the head as SOB?

fazuMunshi
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:৩০ পূর্বাহ্ন

এটা হচ্ছে নিজস্ব বিচারিক ক্ষমতা। সরকার যদি বলতো, সব রোগী ঢাকায় নিয়ে আসেন, তাহলে আবার এক শ্রেনীর মানুষ হাহা করে উঠে বলতো, এটা কি ধরনের কথা? রুগী তো ঢাকায় আনতে আনতেই মারা যাবে। আসলে এক শ্রেনীর সমালোচক আছে, যারা সব কিছুর মধ্যে সমালোচনা করবেই। সেটা ২+২=৪ হলেও বলবে ২+২=৪ তো কোনদিন শুনিই নাই।আমরা তো জানি ৫ হয়।

Mohsin
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:২৭ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status