ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

ড. ইউনূস-রুবিও ফোনালাপ

সংস্কার, নির্বাচন, শুল্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

কূটনৈতিক রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় সংস্কার, নির্বাচন, শুল্ক, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ফোনালাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয় ফোনালাপের বিষয়টি মানবজমিনকে রাতে নিশ্চিত করেছে। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টও ফোনালাপের বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে। দুই নেতা এমন এক সময় কথা বলেন যখন শুল্ক চুক্তিসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার মধ্যকার ফোনালাপটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। অত্যন্ত উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক আলোচনা হয়েছে তাদের মধ্যে। যা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ট্যামি ব্রুসের বরাত দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় উভয় নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চলমান বাণিজ্য আলোচনা, সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে উত্তরণ, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং বৈদেশিক রেমিট্যান্সের শীর্ষ উৎস। দুই নেতা শিগগিরই শুল্ক সংক্রান্ত আলোচনা শেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর ইউনূস জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট মি. ল্যান্ডাউ-এর সঙ্গে অত্যন্ত সফল একটি বৈঠক করেছেন এবং দুই দেশের মধ্যে বন্ধন জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ইউনূস তার অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে সাময়িকভাবে ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক স্থগিত রাখায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। বলেন,  আমরা আপনার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছি প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচির প্রতি কার্যকরভাবে সাড়া দেয়ার একটি সমন্বিত প্যাকেজ চূড়ান্ত করতে।
গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার বহুল প্রত্যাশিত সংস্কারে সহায়তা করবে।
ড. ইউনূস বলেন, নির্বাচন কমিশন কঠোর পরিশ্রম করছে নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠন করতে। যেটি পূর্ববর্তী সরকারের দ্বারা ধ্বংস হয়েছে। আমাদের তরুণরা এবার প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাবে।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য উদার সহায়তার অব্যাহত রাখায় প্রধান উপদেষ্টা ওয়াশিংটনের প্রশংসা করেন। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটে সর্ববৃহৎ দাতা দেশ হিসেবে অবদান রেখে আসছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত সমাধানের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
দুই নেতা ভূরাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেন। যার মধ্যে ছিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক।
প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে আমন্ত্রণ জানান। যাতে তিনি গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন, এটি আমাদের তরুণদের অনুপ্রাণিত করবে।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status