খেলা
এশিয়া কাপে ব্যাটে গিল বলে সেরা পাথিরানা
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারভারত-শ্রীলঙ্কার একপেশে লড়াই দিয়ে পর্দা নামলো এশিয়া কাপের ১৬তম আসরের। পুরো আসর জুড়ে ব্যাটে-বলে কিছু দারুণ পারফর্মেন্স দেখেছেন সমর্থকরা। বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ভারতের শুভমন গিল, বিরাট কোহলি বা পাকিস্তানের শাহীন শাহ, বাবর আজমরা দুর্দান্ত পারফর্ম করে আসর মাতিয়ে রেখেছিলেন।
ব্যাটিংয়ে এবারের আসরে ৭টি সেঞ্চুরি হয়েছে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সর্বোচ্চ ১১টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটা এবার দেখে নেয়া যাক-
শুভমন গিল (ভারত)
এবারের এশিয়া কাপটা দুর্দান্ত কেটেছে ভারতীয় ওপেনার শুভমন গিলের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হলেও পরের ম্যাচগুলোতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। ৬ ম্যাচে ব্যাট হাতে গিলের সংগ্রহ ৭৫.৫০ গড়ে ৩০২ রান। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংস রয়েছে তার।
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
কুশল মেন্ডিসেরও আসরের শুরুটা ভালো হয়নি, বাংলাদেশের বিপক্ষে ফেরেন মাত্র ৫ রানে। তবে এরপর পুরো আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন তিনি। ৬ ম্যাচে ৩ ফিফটি আর ৪৫ গড়ে তার রান ২৫৩। যেখানে ছিল ৫টি ছক্কা ও ২৭টি চার।
সাধিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)
বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তার ৭২ বলে ৯৩ রানের ইনিংস এখনো অনেকের চোখে লেগে আছে। এবারের আসরে ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৫.৮৩ গড়ে ২১৫ রান। যেখানে ছিল ১৯টি চার ও ২টি ছক্কা।
বাবর আজম (পাকিস্তান)
নেপালের বিপক্ষে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস দিয়ে আসর শুরু করেন বাবর আজম। যদিও বাকি ম্যাচগুলোতে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ৫ ম্যাচে ৪ ইনিংসে তার সংগ্রহ ৫১.৭৫ গড়ে ২০৭ রান। তার ১৫১ রানের ইনিংস এবারের আসরে সর্বোচ্চ।
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবারের আসরে ৫ ম্যাচে ৪ ইনিংস ব্যাটিং করেছেন। যেখানে তার সংগ্রহ ৯৭.৫০ গড়ে ১৫৪ রান।
নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
মাত্র ২ ম্যাচ খেলার পর চোটের কারণে দেশে ফিরতে হয় বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। এই দুই ম্যাচে ৮৯ ও ১০৪ রানের ইনিংস খেলেন। ১৯৩ রান নিয়ে এই তালিকায় ৭ নম্বরে আছেন তিনি।
সর্বোচ্চ উইকেট শিকারি-
মহেশ পাথিরানা (শ্রীলঙ্কা)
দল ফাইনালে বিশ্রীভাবে হারলেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন লঙ্কান পেসার মহেশ পাথিরানা। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ‘বেবি মালিঙ্কা’ খ্যাত এই পেসার।
দুনিথ ওয়েল্লেগে (শ্রীলঙ্কা)
এবারের এশিয়া কাপে আলাদা করে নজর কাড়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম লঙ্কান বোলিং অলরাউন্ডার দুনিথ ওয়েল্লেগে। ৬ ম্যাচে এই বাঁহাতি স্পিনারের সংগ্রহ ১০ উইকেট।
মোহাম্মদ সিরাজ (ভারত)
ফাইনালে রীতিমতো শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। যেখানে একাই ৬ উইকেট নিয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখেন পেসার মোহাম্মদ সিরাজ। এবারের আসরে তিনি খেলেছেন ৫ ম্যাচ। ফাইনালের ৬ উইকেটসহ ৪ ইনিংসে তার শিকার দুনিথের সমান ১০ উইকেট।
শাহীন আফ্রিদি (পাকিস্তান)
গ্রুপ পর্বে ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। এবারের আসরে ৫ ম্যাচে এই বাঁহাতি পেসারের সংগ্রহ দুনিথ ও সিরাজের সমান ১০ উইকেট।
কুলদ্বীপ যাদব (ভারত)
এবারের এশিয়া কাপে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবের সংগ্রহ ৫ ম্যাচে ৯ উইকেট। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে একাই নিয়েছিলেন ১৭ রানে ৫ উইকেট।
তাসকিন আহমেদ (বাংলাদেশ)
সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৭ নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। ৫ ম্যাচে এই ডানহাতি ব্যাটারের সংগ্রহ ৯ উইকেট।