ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) থেকে সংবাদদাতা
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নবী ছদ্দিনের ছেলে। তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তার লাশ ভারতের কৃষ্ণনগর মহকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যরা মিজানুর রহমানসহ তার সহযোগীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। পালিয়ে যান তার সহযোগীরা। তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান জানান, মিজানুর রহমানের স্ত্রী থানায় এসে মৌখিকভাবে জানিয়েছেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন
তিনি ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

ঘটনার সত্যতা জানতে এবং মৃত্যুর খবর নিশ্চিত হতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল বেলা ১১টার সময় এক মহিলা মৌখিকভাবে তার স্বামী নিখোঁজের বিষয়টি আমাদের কাছে জানিয়েছেন। আমরা বিএসএফের কাছে চিঠি দিয়েছি, তারা কোনো বাংলাদেশিকে হত্যা করেছে কিনা? বিএসএফের কাছ থেকে জানার পর আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো।  
 

পাঠকের মতামত

আহ!!! এটাই কী বন্ধুত্ব???

আব্দুল্লাহ
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:৩৮ পূর্বাহ্ন

ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। ওরা আমাদের স্বাধীনতা এনে নাদিলে আমরা কোনদিন স্বাধীনতা পেতামনা। তাই সিমান্তে আমাদের উপর গুলি চালিয়ে টার্গেট প্র্যাকটিস করার হক ওদের আছে। তার ওপর আছে সরকারি ভাবে স্বিকৃত স্বামী-স্ত্রীর সম্পর্কের হক। সুতরাং দাদারা সেই হকও আদায় করবেন এটাই স্বাভাবিক।

Siddq
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:৩৬ পূর্বাহ্ন

আর কত রক্ত পেলে তোমাদের পিপাষা মিটবে ?

Wasiul haque
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

সিলেটের আদালতে মামলা, থানায় জিডি/ ঢাকায় জমিতে বিনিয়োগ করে নিঃস্ব সোহেল

১০

বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত বিএনপি’র রোডমার্চ/ ভোট চুরি করতে দেয়া হবে না, রাজপথেই হবে প্রতিরোধ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status