খেলা
এএফসি কাপের মিশনে মালদ্বীপ গেল কিংস
স্পোর্টস রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবারপ্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ পেলেও বেশিদূর যেতে পারেনি বসুন্ধরা কিংস। শারজাহ এফসির সঙ্গে প্লে-অফ পর্বে হেরেই বাদ পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। তারা এখন খেলবে এএফসি কাপের গ্রুপ পর্বে। ‘ডি’ গ্রুপে আগামীকাল মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া এফসি। ম্যাচটি অংশ নিতে আজ সকালে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। মাজিয়ার সঙ্গে কিংেেসর হোম ম্যাচ ২৮ নভেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের ্তুড্থি গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ভারতের ওড়িষা এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
করোনার ভাইরারের কারণে এএফসি কাপের গত আসরটি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। কলকাতায় অনুষ্ঠিত ওই আসরে মালদ্বীপের মাজিয়া এফসি ও ভারতের গোকুলাম কেরালকে হারালেও মোহনবাগের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পরে কিংস। আগের আসরেও একই পরিণতি বহন করেছিল বাংলাদেশের ক্লাবটি। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এএফসি চ্যাম্পিয়ন্স লীগে অংশ নেয়া ক্লাবটি চাইছে মাজিয়া এএফসির সঙ্গে জয় দিয়ে শুভ সূচনা করতে। এর আগে দুই বার মালদ্বীপের ক্লাবটির মুখোমুখি হয়েছে কিংস। প্রথমবার মালেতে ২-০ গোলে পরের বার কলকাতায় ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবারের ব্যবধানটা আরো বড় আশা করছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। গতকাল নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, এবার আমাদের দল যতেষ্ট শক্তিশালী। আমার বিশ্বাস আমরা সবকটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যেতে পারবো।’ আগের প্রতিটি দলে চার বিদেশি খেলতে পারতো। চলতি মৌসুমে এক সঙ্গে ছয় বিদেশি খেলানোর অনুমতি দিয়েছে এএফসি। যে কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লীগেও ছয বিদেশিকে খেলিয়েছে বসুন্ধরা কিংস। এএফসি কাপেও তেমন প্রস্তুতি নিয়ে যাচ্ছে দলটি। তবে ইনজুরির কারণে তারা পাচ্ছে না ব্রাজেলিয়ান মিডফিল্ডার মিগেইল ফিগেরাকে। তার জায়গায় শেখ রাসেলে খেলা নাইজেরিয়ান সানডে উদুও খেলাতে চায় কিংস। নাইজেরিয়া থেকে সরাসরি মালদ্বীপে দলের সঙ্গে যোগ দেয়ার কথা এই ফরোয়ার্ডের। এর বাইরে কিংসের ঘরের ছেলে বনে যাওয়া রবসন রোবিনহো, ডরিয়েল্টন গোমেস ও আসরোর গফুরভের সঙ্গে আছেন উজবেকিস্তানের দুই সেন্টার ব্যাক বাবুরবেক ইউলদাশভ ও শুকুরবেক খোলমাতোভ, আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ে। ৩০ বছর বয়সী ইউলদাশভ সর্বশেষ উজবেকিস্তানের শীর্ষ পর্যায়ের ক্লাব সোগদিয়ানা জিজ্জাখের হয়ে খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও তিনি খেলেছেন ছয়টি ম্যাচ। আরেক উজবেক খোলমাতোভ খেলেছেন রহমতগঞ্জের হয়ে। চার্লস দিদিয়ের সদ্য শেষ হওয়া মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন। মধ্যমাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণেও ভূমিকা রাখতে পারেন তিনি। সবশেষ লীগে ১৯ ম্যাচে তাঁর পাঁচটি করে গোল আর অ্যাসিস্টও আছে। এছাড়া আবাহনীর সোহেল রানাকেও দল নিয়ে শক্তি বাড়িয়েছে কিংস। এএফসি চ্যাম্পিয়ন্স লীগে শক্তিশালী শারজা এফসির সঙ্গে ২-০ গোলে হারলেও ম্যাচের একাধিক সুযোগ নষ্ঠ করেছিলেন ডোরিয়েল্টন।
তবে ইমরুল হাসান মনে করেন এএফসি কাপে তেমনটা করবেন না তার ফুটবলারররা। এদিকে আগামী ২৪ অক্টোবরের ম্যাচটি কিংস অ্যারেনায় খেলতে চেয়েছিল ভারতের জায়ান্ট মোহনবাগান। বসুন্ধরা রাজি না হওয়ায় ম্যাচটির ভেন্যু কলকাতা থেকে সড়িয়ে নেয়া হয়েছে ভুবেনশ্বরে। যা কিংসের জন্য কিছুটা সুবিধা হয়েছে জানিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট বলেন, কলাকাতার সল্ট লেকে মোহনবাগানকে হারানো কিছুটা কঠিন। কারণ ঘরের মাঠে তারা দারুন খেলে। এখন ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় দুই দলের সমান সুযোগ থাকবে।’ আগামী ৭ নভেম্বর মোহনবাগানকে কিংস অ্যারেনায় আতিথিয়েতা দিবে বসুন্ধরা কিংস। ওড়িষা এফসির সঙ্গে কিংসের ম্যাচ ২ অক্টোবর ও ১২ই ডিসেম্বর। ২ অক্টোবার কিংস অ্যারেনায় উড়িষার বিপক্ষে প্রথম আন্তজার্তিক ম্যাচ খেলবে কিংস।