খেলা
এএফসি কাপের মিশনে মালদ্বীপ গেল কিংস
স্পোর্টস রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ পেলেও বেশিদূর যেতে পারেনি বসুন্ধরা কিংস। শারজাহ এফসির সঙ্গে প্লে-অফ পর্বে হেরেই বাদ পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। তারা এখন খেলবে এএফসি কাপের গ্রুপ পর্বে। ‘ডি’ গ্রুপে আগামীকাল মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া এফসি। ম্যাচটি অংশ নিতে আজ সকালে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। মাজিয়ার সঙ্গে কিংেেসর হোম ম্যাচ ২৮ নভেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের ্তুড্থি গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ভারতের ওড়িষা এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
করোনার ভাইরারের কারণে এএফসি কাপের গত আসরটি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। কলকাতায় অনুষ্ঠিত ওই আসরে মালদ্বীপের মাজিয়া এফসি ও ভারতের গোকুলাম কেরালকে হারালেও মোহনবাগের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পরে কিংস। আগের আসরেও একই পরিণতি বহন করেছিল বাংলাদেশের ক্লাবটি। তবে এবারের পরিস্থিতি ভিন্ন।
তবে ইমরুল হাসান মনে করেন এএফসি কাপে তেমনটা করবেন না তার ফুটবলারররা। এদিকে আগামী ২৪ অক্টোবরের ম্যাচটি কিংস অ্যারেনায় খেলতে চেয়েছিল ভারতের জায়ান্ট মোহনবাগান। বসুন্ধরা রাজি না হওয়ায় ম্যাচটির ভেন্যু কলকাতা থেকে সড়িয়ে নেয়া হয়েছে ভুবেনশ্বরে। যা কিংসের জন্য কিছুটা সুবিধা হয়েছে জানিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট বলেন, কলাকাতার সল্ট লেকে মোহনবাগানকে হারানো কিছুটা কঠিন। কারণ ঘরের মাঠে তারা দারুন খেলে। এখন ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় দুই দলের সমান সুযোগ থাকবে।’ আগামী ৭ নভেম্বর মোহনবাগানকে কিংস অ্যারেনায় আতিথিয়েতা দিবে বসুন্ধরা কিংস। ওড়িষা এফসির সঙ্গে কিংসের ম্যাচ ২ অক্টোবর ও ১২ই ডিসেম্বর। ২ অক্টোবার কিংস অ্যারেনায় উড়িষার বিপক্ষে প্রথম আন্তজার্তিক ম্যাচ খেলবে কিংস।