বিনোদন
এ বছরই শাহরুখের ‘ডাঙ্কি’
বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবারবলিউড বাদশার এই বছরটা স্বপ্নের মতো। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে বাজিমাত। এখন চলছে ‘জাওয়ান’ ঝড়। এরই মধ্যে বছরের শেষটা ‘ডাঙ্কি’ দিয়ে করার আভাস দিলেন শাহরুখ। সম্প্রতি অভিনেতা জানান, করোনার দীর্ঘ বিরতির পরে, আমার জন্যও ক্যামেরার সামনে ফেরাটা একটু অস্বস্তিরই ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে বছরের শুরুতে এলো পাঠান, এরপরে জাওয়ান। এখন শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘ডাঙ্কি’।