খেলা
আশা নিয়ে ভিয়েতনাম যাচ্ছে অনূর্ধ্ব-১৭ নারী দল
স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারএএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে খেলার আশা নিয়ে আগামীকাল ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মেয়েরা। ২০-২৪শে সেপ্টেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের বাছাই অনুষ্ঠিত হবে হ্যানয়ে। সিঙ্গাপুরে খেলা প্রথম রাউন্ডের পুরো দলই যাচ্ছে ভিয়েতনামে। তবে একটি নতুন মুখ প্রতীমা মুণ্ডা। এই দল নিয়েই দ্বিতীয় রাউন্ড উতরাতে চান কোচ মাহবুবুর রহমান লিটু। গতকাল তিনি বলেন, ‘আমার প্রত্যাশা মেয়েরা নিজেদের শতভাগ দিয়ে খেলবে। তাহলেই আমরা তৃতীয় রাউন্ডে উঠতে পারবো।’ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৪২) চেয়ে এগিয়ে বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১১), ভিয়েতনাম (৩৪) ও ফিলিপাইন (৪৪)। এমন র্যাঙ্কিংকে আমলে না নিয়ে কোচ বলেন, ‘আমরা র্যাঙ্কিং দেখে মাঠে নামতে চাই না। অন দ্য স্পটে অনেক কিছুই ঘটতে পারে। আমরা সেই প্রত্যয়ে রয়েছি।’ কোচের কণ্ঠে তাল মেলালেন অধিনায়ক রুমা আক্তারও। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে প্রথম রাউন্ডে গ্রুপের সেরা হয়ে আমরা এখন দ্বিতীয় রাউন্ডে খেলছি। আশাকরি পরের রাউন্ডেও যেতে পারবো। সেই আত্মবিশ্বাস রয়েছে আমাদের।’ দলের ম্যানেজার ও বাফুফের সদস্য নুরুল ইসলাম বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা মেয়েদের উজ্জীবিত করার চেষ্টা করেছি। আশাকরি মাঠে তারা সেরা নৈপুণ্যই প্রদর্শন করতে পারবে।’ দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপের দুই শীর্ষ দল আগামী বছর ইন্দোনেশিয়ায় মূল পর্বে খেলবে। গত আসরের তিন শীর্ষ দল উত্তর কোরিয়া, চীন ও জাপান সরাসরি মূল পর্বে অংশ নেবে।