বিনোদন
মাদারীপুর মাতালেন হৃদয়
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
দেশের জনপ্রিয় গায়ক হৃদয় খান। এবার তিনি মাতালেন মাদারীপুর। গত বৃহস্পতিবার রাতে শহরের স্বাধীনতা অঙ্গনে প্রথমবারের মতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মেয়র নাইটস্’ নামের এ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গানে গানে মঞ্চ মাতিয়ে তোলেন হৃদয় খান। হাজারো দর্শক-শ্রোতা উপভোগ করেন তার গান।