বিনোদন
স্ত্রীর কবরের পাশে শায়িত হলেন সোহান
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৫ অপরাহ্ন

টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশে শায়িত হলেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে সেই ইচ্ছে পূরণে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার সন্ধ্যায় ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহান। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন তাদের তিন মেয়ে ও স্বজনরা। চলচ্চিত্রের সফল নির্মাতা চিলেন সোহানুর রহমান সোহান। এ পরিচালকের হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, শাকিল খান, শাকিব খান, মৌসুমী, পপি ও ইরিন জামান।
পাঠকের মতামত
Inna Lillahi Wa Inna Ilaihe Razeoun.
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]