বিনোদন
‘কালোবাজারি লোক থেকে মুক্ত হতে চাই’
স্টাফ রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
‘গানে বাঁচি, গানে আটকে আছি’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগীতশিল্পী মুহিন খান। যেখানে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আধুনিক গানের সংগীতশিল্পী হওয়ার দীর্ঘ ১২ বছর পরও ডাক না পাওয়ার আক্ষেপের কথা উঠে এসেছে। একইসঙ্গে সংগীতকে দলীয়করণ এবং সংগীত-সংশ্লিষ্টদের ক্ষতি করার চেষ্টায় জড়িত থাকার বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এই গায়ক। সম্প্রতি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লেখেন, গানে বাঁচি, গানে আটকে আছি। এবার প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত লিখছি। আমি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত আধুনিক গানের কণ্ঠশিল্পী হওয়ার দীর্ঘ একযুগ পূর্তি হয়েছে ক’বছর আগে। তবে এই একযুগেও আমাকে ডাকা হয়নি। তালিকা অনুযায়ী বাৎসরিক অনুষ্ঠান পাওয়ার কথা, সেটাও দেয়া হয় না। কারা এ ধরনের কাজ করতে পারেন, আমার জানা দরকার এবং কিছুটা জানিও, নাম প্রকাশ করবো খুব শিগগিরই। তিনি লেখেন, আমি জানতে চাই গত ১২ বছর তো ডাকলেন না ঠিক আছে।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]