ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিলেন হিরো আলম

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫০ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গীপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান।

যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।

উল্লেখ্য, গত ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। সেখানে তিনি নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগে গত ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। এছাড়াও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

পাঠকের মতামত

Ashraful Alom (Hiro Alom) Kopaler jorei Kintu ato dur jete perese! Amra kintu chesta korleo tarmoto parbona!

MD Nayeem Rahman (A
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৩২ পূর্বাহ্ন

হিরো আলম আসলে একজন নির্লজ্জ লোক। কয়দিন আগেই লীগের লোকজন দ্বারা চরম নির্যাতিত হইল শারীরিকভাবে তারপরও কোন লোভে প্রজন্ম লিগে যোগ দিল।

এরশাদ
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:১৬ পূর্বাহ্ন

হীরো আলমকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসাবে দেখতে চাই।

Siddq
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:৪১ অপরাহ্ন

বি. এন.পি এর সাথে থাকলে ই সে বড় নেতা।আর ত্যাগ করলেই বলে সে জিরো আলম হয়ে গেছে । মূলত আগেও জিরো ছিলো, এখনো জিরোই আছে। মাঝখানে বি এন.পি তাকে দিয়ে সুযোগ নেয়ার চেস্টা করেছে।

Humaun Azad
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

নাউযুবিললাহ!! জিরো আলম এটা কি বলে? নামের শেষে লীগ উপরন্তু টুণগিপারা যিয়ারত — পাবলিকরে কি বোকা ভাবো।

আকরাম হোসেন মানিক
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৮:৫১ পূর্বাহ্ন

আসলে যে যাই বলুক, জিরো আলম আওয়ামী লীগের হাতে মার খেয়ে ভয় পেয়ে গেছে। সামনে দিনে আর মার খেতে চায়না। তাই তাড়াতাড়ি যোগদান করল।

Rafiq
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৩৯ পূর্বাহ্ন

একটা টোকাই নিয়ে কি যে মাতামতি

নাম নাই
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৪৮ পূর্বাহ্ন

বাঘের ঘর থেকে বাঘের বাচ্চা জন্ম দেয় আর শিয়ালের ঘর থেকে শিয়ালের বাচ্চা জন্ম নেয় হিরো আলম যে দলে যোগ দিয়েছেন এটা তার রুচি তার ইচ্ছা আসলে উনি চাচ্ছেন যে বাভেই হোক আমি এমপি হবো আরে বেটা তুই এমপি হয়ে কি করবে তুই তো এমপি হয়ে গেছিছ তোর আর ভোট লাগবে না আমি তোকে এমপি বানিয়ে দিলাম তবে জনগনের এমপি নয় প্রজন্মের লিগের এমপি

kalad
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৪৪ পূর্বাহ্ন

রুচির দুর্ভিক্ষ কেটে যাবে আশা করা যায়।

মোঃ আতাউর রহমান
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৮ পূর্বাহ্ন

এবার হয়তো এমপি হয়েই যাবে!

mamun
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:২৭ পূর্বাহ্ন

লীগের মাইর থেকে বাঁচবে, সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা বেড়ে গেলো এবার পালা গায়িকা মমতাজের সাথে একসাথে আনন্দে গেয়ে উঠতে পারবে দিলটা আমার ফাইট্টা যায় ফাইট্টা যায়।

মিলন আজাদ
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:০৩ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত হিরো আলমকেও লাগলো আওয়ামী লিগের? আলম এতদিন কোন আলোচনায় ছিলোনা এখন আবার কিছুদিন আলোচনা চলবে।নৌকা প্রতীকে নির্বাচন করলেও অবাক হবোনা

জাকিরুল মোমিন
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৪৭ পূর্বাহ্ন

এগুলো দুঃসময়ের খড়কুটো বাতাস উড়িয়ে এনেছে। এত দিন কম পানিতে সাতার কেটে সাঁতার শিখেছে। এখন গভীর পানিতে পড়ে সমানেই হাবুডুবু খাচ্ছে। থ্রি পাশ এইট পাশের আর ডিগ্রির প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে মানসিক বিকাশ এদের হয় নি। শারীরিক বৃদ্ধি আর মানসিক বৃদ্ধি দুটো আলাদা জিনিস এবং দুটোই মূল্যবান। ঐ ঘাটতিতে এরা সব সময়ই দুনিয়া রঙ্গিন দেখে। ঐ মানসিক বৃদ্ধি এক প্রজন্মে হয় না।

Nazma Mustafa
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৩০ পূর্বাহ্ন

স্বতন্ত্রই ভালো ছিল, সাধারণ মানুষের ভালবাসাও পাওয়া যেতো। এখন লীগ মানেই দুর্গন্ধযুক্ত কিছু। আর যে কোন লীগের সাথে থাকা মানেই হিরো আলম থেকে সাধারণ মানুষের দূরত্বটা বেড়ে যাবে।

আরিফ
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:২৪ পূর্বাহ্ন

মানলাম, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন,শুধু নামের শেষে “লীগ“ একটা শব্দ আছে। সেটাও মানলাম। মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নামেও তো একটা সংগঠন আছে। কই তাদের নেতা কর্মীদের নিয়ে তো তুমি জিয়ার মাজারে গেলে না? আসলে তুমি যা করো বা বলো তা সবই ভণ্ডামি ছাড়া কিছুই নয়। তোমার ভাঁড়ামি প্রকাশ হয়ে গেছে। এতদিন যাও বা কথিত হিরো ছিলে, আজ থেকে তুমি প্রকৃত জিরো হয়ে গেলে। আর এতদিন ভণ্ডামি করে যা কামিয়েছো, তা প্রস্তুত রাখো আওয়ামী খাদকলীগের জন্য।

UN-NAMED
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:১৫ পূর্বাহ্ন

বাহ্ একটা বুদ্ধিমানের মতো কাজ করছে। এমপি, মন্ত্রী হবার স্বপ্ন পূরণের পথটা এবার উম্মুক্ত হতে চলছে।

মু জি র বাদশাহ
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৪৯ পূর্বাহ্ন

ফল ভালো হবে না সতন্ত্রই ভালো চিল জনগণের ভালবাসা পাইত


১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৪৬ পূর্বাহ্ন

Next is Nurul Huq Nur

Citizen
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৩৩ পূর্বাহ্ন

আলহামদুলিল্লাহ হিরো আলম নৌকায় যখন উঠে গেছে তাহলে নিশ্চয়ই এখন এমপি হাওয়ার স্বপ্ন বাস্তবে রুপ নিবে।

Shahid Uddin
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:২৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে শেখ হাসিনা/ সময় হয়ে গেছে, এতো কান্নাকাটি করে তো লাভ নেই

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status