রাজনীতি
‘রোডমার্চ’ করে নেতাকর্মীদের চাঙা করতে চায় বিএনপি’র ৩ সংগঠন
কাজী সুমন
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
সরকার পতনের একদফা দাবিতে দীর্ঘদিন ধরেই রাজপথে আন্দোলনে আছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে এবার টানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে তারা। কর্মসূচিতেও আনছে ভিন্নতা। চূড়ান্ত আন্দোলনের আগে ওয়ার্মআপ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। ভোটাধিকার বঞ্চিত তরুণদের টার্গেটের পাশাপাশি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের উজ্জীবিত করতে দেশের ছয় বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’ করবে তারা। এছাড়া অক্টোবর থেকে শুরু হবে ঢাকা কেন্দ্রিক কর্মসূচি। এসব কর্মসূচি বাস্তবায়নে জেলার নেতাদের সর্বশক্তি নিয়োগের বার্তা দেয়া হবে রোডমার্চ থেকে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা বারে পদযাত্রা করবে জাতীয়তাবাদী আইনজীবীরা। আগামী ১৫ই সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ইতিমধ্যে ডিএমপিতে চিঠি দিয়েছে দলটি। পরদিন ১৬ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে তারুণ্যের রোডমার্চের পর অক্টোবরের শুরুতেই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা আসতে পারে। সেই মহাসমাবেশ থেকে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে সরকারকে সময় বেধে দেয়া হতে পারে। এরপর ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচির চিন্তা করছে বিএনপি। ওদিকে গতকাল ডেঙ্গু সচেতনতা বাড়াতে তিনদিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ দেশের সকল মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। ওদিকে রোডমার্চ বাস্তবায়নে ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল বিকালে বগুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে আরও কয়েকটি প্রস্তুতি সভা করবে তারা।
বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, এর আগে গত জুনে দেশের ছয় বিভাগে 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ' করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২৮শে জুলাই ঢাকায় মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফা ঘোষণা করেছিল বিএনপি। সেসময় কর্মসূচিগুলোতে দলের নেতাকর্মীদের পাশাপাশি ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের অংশ নিয়েছিল। এবারও জেলাপর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষকে উজ্জীবিত করতে তারুণ্যের রোডমার্চ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অক্টোবর থেকে সরকার পতনের দাবিতে রাজধানীতে কঠোর কর্মসূচি আসছে। ঢাকাকেন্দ্রিক টানা কর্মসূচি বাস্তবায়ন করতে না পারলে আন্দোলনের চূড়ান্ত ফলাফল ঘরে তোলা যাবে না। তাই এবার অনেকটা আঁটঘাট বেঁধেই নামবে বিএনপি। পরিকল্পনা বাস্তবায়নে কোন ধরনের ফাঁকফোকর রাখতে চাইছে না দলটির হাইকমান্ড।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান মানবজমিনকে বলেন, বর্তমান সমাজের তরুণরা শৃঙ্খলিত হয়ে আছে। তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার কোনো পরিবেশ নেই। দেশে বেকার তরুণদের হার দিনদিন বাড়ছে। তারা চাকরি পাচ্ছে না। এসব তরুণ তাদের অধিকার আদায়ের জন্য মুখিয়ে আছে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তাদের অধিকার আদায় করবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু মানবজমিনকে বলেন, গত ১৫ বছরে ৪ কোটি ৭০ লাখ তরুণ নতুন ভোটার হয়েছেন। এসব তরুণ গত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তাই রোডমার্চ করে এসব তরুণকে আমরা উদ্বুদ্ধ করতে চাই। ভোটের অধিকার ফেরানোর সংগ্রামে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবো। যে অবৈধ সরকার তাদের ভোটাধিকার হরণ করেছে সেই সরকারকে পদত্যাগে বাধ্য করে একদফার যৌক্তি দাবি আদায় করবো। তিনি আরও বলেন, ৯০-এর গণআন্দোলন সফল করেছিল তরুণরা। তাই এবারও তরুণরাই এই বর্তমান অবৈধ সরকারকে হঠানোর আন্দোলন সফল করতে নেতৃত্ব দেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মানবজমিনকে বলেন, জনগণ যখন কোনো আন্দোলনকে সমর্থন করে তখন দাবি আদায় অনেকটা সহজ হয়ে যায়। আমরা এই সরকারের পদত্যাগ ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পদযাত্রা, সমাবেশ, রোডমার্চ করছি। এসব কর্মসূচি থেকে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের আন্দোলনে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমাদের বার্তা একটাইÑ এই সরকারের পদত্যাগ। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আমরা দাবি আদায় করবো।
পাঠকের মতামত
Did Begum Zia not do a thousand cars road show from Dhaka to Teknaf which rocked the Deshi media to the core? When she failed to bring down AL with her road show what result can bring these so-called leaders do not exist without London?
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]