রাজনীতি
ওবায়দুল কাদেরের উদ্দেশে ফখরুল- সেলফিটা বাঁধিয়ে গলায় দিয়ে ঘুরে বেড়ান
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৪:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফির প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সাহেব না কি বলেছেন, ফখরুল এখন কি বলবেন? আমি বলি, আমার পরামর্শটা নিবেন? এটা হচ্ছে, এই ছবিটা বাঁধিয়ে ওটা গলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ান। ওটা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। ‘বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা সেলফির মতো ইস্যুতে যাই। ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন, ফখরুল এখন কি বলবেন? আমি বলি, আমার পরামর্শটা নিবেন? এটা হচ্ছে, এই ছবিটা বাঁধিয়ে ওটা গলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ান। ওটা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে। জনগণকে বোঝানোর চেষ্টা করুন, আমেরিকা এবং বাইডেন এখন আমার সঙ্গে আছেন। অথচ এই আপনার প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বললেন, আমেরিকা এখন বলছে, সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাকে দিয়ে দেয়ার জন্য। যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছেন না সেকারণে আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। সংবাদ সম্মেলনে উনি নিজে বলেছেন। তাহলে এখন কি আমরা বুঝবো আপনি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিয়েছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন, এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা প্রভুত্ব করতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, ভারতে গিয়ে যে সমস্ত কথা-বার্তা বলছেন, বাইডেনের যতো ছবি দেখাতে চান- যদি জনগণ ভোট দিতে না পারে তাহলে তারা কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। পরিষ্কার কথা বাইডেন বা আমেরিকা তারা গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা খুব পরিষ্কার করে বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। তারা বলেছেন, সকল দলের অংশগ্রহণে এখানে আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই। যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটা শুধু আমেরিকা না সমস্ত গণতান্ত্রিক বিশ্ব বলছে।
তিনি আরো বলেন, পুলিশের আইজিপি সাহেব বলেছেন, গায়েবী মামলা কি উনি জানেন না। জানার কথা না তো। কারণ মামলাগুলো উনি দেন না তো। উনার পুলিশ দেন।
সাইফুর রহমানের প্রতি স্মৃতিচারণ করে মির্জা আলমগীর বলেন, আমি সাইফুর রহমানকে দেখি, গেম চেঞ্জার হিসাবে। এজন্য যে, বাংলাদেশে ১৯৭৫ সালের পূর্বে যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিলো- এই অবস্থাটা ছিলো, একটা আবদ্ধ অর্থনীতি। সেই সমকালীন সরকারের যে ভ্রান্ত অর্থনীতি ধারণা ছিলো, তার মধ্যে থেকে যখন দেশ বেরিয়ে আসলো, যখন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের কাঠামো তৈরি করলেন তখন অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে মুক্ত বাতাস বয়ে দিলেন। তখন সাইফুর রহমান সাহেবকে তিনি দায়িত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, সাইফুর রহমান একটা বদ্ধ অর্থনীতি থেকে মুক্ত অর্থনীতি নিয়ে আসার জন্য যে ভিত্তিটা রচনা করা দরকার, যে সংস্কার করা দরকার- সেই কাজটা সুচারুভাবে সম্পূর্ণ করেছেন। আর তিনি আপাদমস্তক সৎ, অসাধারণ মেধাবী মানুষ ছিলেন।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
Thanks Bright/Talent Leader Mr. Fqakrul Islam Alamgir. Jut soi Jobab Dieasen.
অসাধারণ। তবে আরো সাথে যদি "তাবিজ করে ধু’য়ে পানি পান করতে হবে " যোগ করে বলতো তাহলে বোধহয় আরো ভালো হতো।
যাথার্থ উত্তর।
এছাড়াও তিনি একটি সার্কাসের মতো ছোট্ট ঘণ্টা বাজাতে পারেন যেখানে বানরের নাচ হয়।
অনেক অনেক পর মির্জা ফখরুল থেকে একটা যৌক্তিক কথা জানতে পারলাম। সাবাস মিঃ ফখরুল।
সেলফি বাধাই করে গলায় ঝুলিয়ে রাখার পরামর্শটা অসাধারণ!
মির্জা ফকরুল সাহেবের নিকট এমন একটা প্রতিউত্তর ই আশা করছিলাম। ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকার প্রতিবেদন নিয়ে যেমন অগোছালো কথা বার্তা বলেছিলেন তেমন টা এবার হয় নি।
যথার্থই
অসাধারণ। তবে আরো সাথে যদি "তাবিজ করে " যোগ করে বলতো তাহলে বোধহয় আরো ভালো হতো।
ফখরুল সাহেবের সর্বশ্রেষ্ট প্রতিউত্তর এটি৷ ধন্যবাদ
চমৎকার শালিন এবং কাদের সাহেবের প্রশ্নের উপযুক্ত বুদ্ধিদিপ্ত জবাব, ভালো লেগেছে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]