ভারত
ইন্ডিয়া-ভারত বিতর্কে ২০১৬ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিলো?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনে ঘোষিত সূচির বাইরে বিল এনে ইন্ডিয়ার নাম পরিবর্তন করে সার্বিকভাবে ভারত নামটি করার চেষ্টা করবে বিজেপি সরকার। এই খবরে এখন দেশজুড়ে আলোড়ন। বিতর্ক চায়ের দোকান থেকে অভিজাত ক্লাবের অন্দরমহলে। ভারতীয় সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে স্পষ্ট রায় দিয়ে রেখেছে।
২০১৬ সালে একটি জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের ওয়ান/ওয়ান-এ ধারাটির উল্লেখ করে। এই ধারায় ইন্ডিয়া এবং ভারত দুটি নামই সিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিরোধী জোট ইন্ডিয়া নামটি নেয়ায় বিভ্রান্তি এড়াতে কেন্দ্রের বিজেপি সরকার ভারত নামটিকে অগ্রাধিকার দিচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামাঙ্কিত জি টোয়েন্টি সামিটের নৈশভোজের আমন্ত্রণপত্রে দ্রৌপদী মুর্মুর নামের নীচে প্রেসিডেন্ট অব ভারত লেখা হয়েছে। জি টোয়েন্টির পুস্তকেও ভারত নামটি ব্যবহার করা হয়েছে। সংবিধান অনুযায়ী দুটি নামই অবশ্য গ্রহণযোগ্য। ভারত নামটি গৃহীত হলে পাকিস্তান তাদের নামের সঙ্গে ইন্ডিয়া নামটি জুড়তে পারে বলে একটি মহলের আশংকা। দীর্ঘদিন ধরেই পাকিস্তান ইন্ডিয়া নামটি নিয়ে আপত্তি জানিয়ে আসছে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]