ভারত
কত ব্যয় হলো ভারতের সূর্য অভিযানে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

৬১৫ কোটি রূপিতে চন্দ্রায়ন-৩ প্রকল্প শেষ করে হইচই ফেলে দিয়েছিলো ইসরো। তাদের সূর্য অভিযান-মিশন আদিত্য এল ওয়ান-এ ব্যয় আরও কম। মাত্র ৪০০ কোটি রূপিতে সূর্যে রকেট পাঠিয়েছে ইসরো। পাঁচ বছর আগে, ২০১৮ সালে নাসা তাদের সৌর অভিযানের জন্য ব্যয় করেছিল ১৩ হাজার কোটি রুপি। তাদের পাঠানো উপগ্রহ এখনও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। নিয়মিত ছবি ও তথ্য পাঠাচ্ছে। তবে যে কক্ষপথে নাসার সূর্যযান পরিভ্রমণ করছে তাতে সূর্যের এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ তাকে হজম করতে হচ্ছে। কিন্তু, ভারতীয় সূর্যযান যে কক্ষপথে সংস্থাপিত হবে তাতে তাকে অপেক্ষাকৃত কম তাপমাত্রা হজম করতে হবে। বর্তমানে ফিজি, ব্রুনেই, লস এঞ্জেলস, আন্দামান ও শ্রী হরি কোটা থেকে আদিত্য এল ওয়ান এর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাঠকের মতামত
মাত্র ৪০০ কোটি রূপিতে সূর্যে রকেট পাঠিয়েছে ইসরো। ---- এজন্যই সবাই ইন্ডিয়ান্দেরকে কিপ্টা বলে। আমরা হলে এমন ইস্যুতে কয়েকটা বৈঠকেই এত টাকা খরচ করে ফেলতাম।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]