ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

যুক্তরাষ্ট্র সফরে ন্যান্‌সি

স্টাফ রিপোর্টার
২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশের নানা জায়গায় কনসার্ট করেছেন তিনি। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এ শিল্পী। সম্প্রতি ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সম্প্রতি আমেরিকার ভিসা পাওয়ার খবরও জানান তিনি। যুক্তরাষ্ট্রে সংগীত পরিবেশন প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সেখানকার বিভিন্ন শহরে কনসার্ট করতে যাচ্ছি। এর আগে অনেকবার আমেরিকা যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে যাওয়া হয়নি। এবার সেখানে যাওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। তাই ভাবলাম সবার সঙ্গে বিষয়টি শেয়ার করি। এ শিল্পী আরও বলেন, যুক্তরাষ্ট্রে আমি তিনটি অনুষ্ঠানে অংশ নেবো। আগামী মাসের মাঝামাঝি অথবা শেষদিকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবো।  

শোগুলোতে কোন কোন গান গাইবো তারও প্রস্তুতি নিচ্ছি। আশা করছি গান পরিবেশন করে আমার ভক্ত-শ্রোতাদের মুগ্ধ করতে পারবো। এদিকে ন্যান্‌সি সম্প্রতি গীতিকার কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন। এতে তার সঙ্গে ছিলেন ইমরান। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’- ছবির গানে কণ্ঠ দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় ন্যান্‌সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তার। পরের বছরে ২০০৮ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’- ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এ শিল্পী। এরপর একে একে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।  

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status