ভারত
সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের চন্দ্রযান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৩, বুধবার, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

শেষ মুহূর্তে বড় কোনো অঘটন না ঘটলে আজ ভারতীয় সময় ছটা বেজে চার মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান। ২০০৯ সালে চন্দ্রায়ন-১ ও ২০১৯ সালে চন্দ্রায়ন-২ এর ব্যর্থতার পর এই চন্দ্রায়ন-৩। ইসরোর বিজ্ঞানীদের আশা নির্ধারিত সময়েই আজ চন্দ্রযান চাঁদের মাটিতে অবতরণ করবে। তবে, বেলা সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে চন্দ্রযানের মডিউল এর স্বাস্থ্য পরীক্ষা করবেন বিজ্ঞানীরা। চাঁদের আবহাওয়ার একটা শুমারি করা হবে। তারপর চন্দ্রযানের অবতরণের সবুজ সংকেত দেওয়া হবে। বুধবার সকাল পর্যন্ত কোনো ভুলচুক দেখেননি বিজ্ঞানীরা। তাই, তাঁদের আশা নির্ধারিত সময়েই চন্দ্রযান পৌঁছে যাবে চাঁদে। চীন, রাশিয়া ও আমেরিকার পর ভারতই হবে চতুর্থ রাষ্ট্র যারা চাঁদকে জয় করছে। লাইভ সম্প্রচার হবে এই অবতরণের। বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের এই সাফল্য দেখবেন সুদূর জোহানেসবার্গ থেকে। ব্রিকস সামিট উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এখন সেখানে আছেন। চার বছর আগে লান্ডার বিক্রম এই অবতরণের সময় চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিলো। এবার সেই দুর্ঘটনা রোধে সতর্ক বিজ্ঞানীরা। ১৪ জুলাই শ্রী হরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উড়ে চন্দ্রযান ৩৭ দিন পরে পৌঁছাচ্ছে চাঁদে। চাঁদের দক্ষিণ মেরুতে এই অভিযান প্রথম। এবার দেখার পালা ভারত ইতিহাস গড়তে পারে কিনা!