ভারত
বহুগামিতা রুখতে আইন আনছে আসাম
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন
বহুগামিতা রুখতে আসাম বিধানসভায় বিল আসছে এবং তা আইনে রূপান্তরিত হবে। ১৪ই সেপ্টেম্বর আসাম বিধানসভার অধিবেশনে প্রথম বিল এটিই আসবে। তবে, জনসাধারণকে একদম অন্ধকারে রেখে এই বিল আসছে না। আসাম সরকার জানিয়েছে যে, ৩০শে আগস্টের মধ্যে জনসাধারণ তাঁদের মতামত জানাতে পারবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শিশু-বিবাহ আটকানো সংক্রান্ত একটি ড্রাইভ দিতে গিয়ে লক্ষ্য করা হয় যে বহু বয়স্ক পুরুষ একাধিক বিবাহ সম্পর্কে আছেন। সমাজের দুর্বল শ্রেণীর কিশোরীদের তাঁরা বিবাহ করে কামলিপ্সা চরিতার্থ করছেন। এই সময়ই বহুগামিতা রোধে আইন আনার বিষয়ে উদ্যোগী হয় সরকার। সমস্যা একটাই- আসামের মুসলিম সম্প্রদায়। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তাঁরা চার স্ত্রী রাখার অধিকারী। তাঁদের ক্ষেত্রে কি হবে? সরকার বলছে, শিক্ষিত মুসলিম সমাজ এক স্ত্রী নিয়েই পারিবারিক কাঠামো অক্ষুণ্ন রাখেন।