ভারত
আবাহনীর কোচ মনে করছেন মঙ্গলবার প্রথম ২০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২১ আগস্ট ২০২৩, সোমবার, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
আবাহনী ক্রীড়া চক্রের পর্তুগিজ কোচ মারিও লেমস মনে করছেন যে, মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ২০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রথম ২০ মিনিটেই বাজিমাত করতে চান। লেমস সোমবার দলের খেলোয়াড়দের নিয়ে অলোক উদ্ভাসিত যুবভারতীতে অনুশীলন করেন। তবে, সব খেলোয়াড়কে একসঙ্গে তিনি পাননি। ভিসা সমস্যার জন্য আবাহনীর খেলোয়াড়রা দফায় দফায় কলকাতায় এসে পৌঁছান। দলে ৯ জন বিদেশী আছেন। লেমস তিন বিদেশী নিয়ে মোহনবাগান এর প্রতিবাদকে আমল দিতে চাইলেন না। জানালেন, মোহনবাগান এর প্রতিবাদ ধোপে টিকবে না কারণ খেলোয়াড়রা সবাই বিপিএল থেকে এসেছে। তিনি অবশ্য একটু নিশ্চিন্ত মোহনবাগান এর স্টার্টিং লাইন আপে দিমিত্রিশ ও আশীষ নেই বলে। চোখে কনজাংকটিভাইটিস হওয়ার জন্য এরা প্রথম একাদশে না থাকলেও আঠারোর দলে আছেন।