ভারত
চাঁদের কাছাকাছি পৌঁছে ছবি পাঠালো ল্যান্ডার বিক্রম
বিশেষ সংবাদদাতা কলকাতা
(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৪ পূর্বাহ্ন
ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে অবতরণ করবে ২৩শে আগস্ট, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ। তার আগেই চাঁদের কাছাকাছি পৌঁছেই ল্যান্ডার বিক্রম ছবি পাঠাতে আরম্ব করল। শুক্রবার মধ্যরাতে বিক্রম এর পাঠানো চাঁদের প্রথম ছবিটি প্রচার করে ইসরো। ছবিতে চাঁদের এবড়োখেবড়ো জমি স্পষ্টত দৃশ্যমান। চাঁদের ক্রেটার গুলির ছবি অত্যন্ত স্পষ্ট এসেছে। লিওনার্দো ব্রানো ক্রেটার এবং হকেবি ক্রেটার স্পষ্ট দেখা যাচ্ছে। এছাড়াও চন্দ্রস্পৃষ্টের নানা রূপ ছবিতে প্রতিভাত হচ্ছে। যে সময় ল্যান্ডার বিক্রম ছবি তুলছিল সেই সময়ে চাঁদের থেকে তার দূরত্ব ছিল মাত্র ১৫৩ কিলোমিটার। ওয়ান-এ ক্যামেরায় ছবিগুলি তোলা হয়েছে বলে ইসরো জানিয়েছে। চন্দ্রয়ন- তিন এর ল্যান্ডার এবং রোভার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে। এই অঞ্চলে কোনো চন্দ্রযানের অবতরণ এই প্রথম। ল্যান্ডিং এর পর বিক্রম এবং প্রজ্ঞান প্রচুর ছবি পাঠাবে- এমনটাই অনুমান বিজ্ঞানীদের।