ভারত
মণিপুরে আবার সংঘর্ষ, তিন কুকি যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৩, শুক্রবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন
লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, মণিপুরে শান্তি ফিরে এসেছে। তাঁর সেই বক্তব্যকে ব্যঙ্গ করতেই যেন মণিপুরে ফের অশান্তি ফিরে এল। শুক্রবার সকাল থেকে উখরুল জেলায় তুমুল সংঘাত শুরু হয়েছে কুকি ও মেইতেইদের মধ্যে। স্থানীয় কুকি তোহাই গ্রামে তিন যুবকের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার হয়েছে। মৃত যুবকেরা কুকি সম্প্রদায়ের। বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে। ছুরি কিংবা ধারালো অস্ত্রে ছিন্ন ভিন্ন হয়েছে এরা। অনেকের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পি টি আই এর সংবাদদাতা জানাচ্ছেন যে ভারতীয় সময় দুপুর একটা নাগাদও গ্রাম থেকে গুলির শব্দ ভেসে আসে। চোদ্দদিন নিস্তরঙ্গ থাকার পর মনিপুর আবার উত্তপ্ত। আবার সেই অ্যাম্বুলেন্স এর আনাগোনা, হুটার এর আওয়াজ আর সেন্ট্রির ভারি বুটের খট খট আওয়াজ। প্রধানমন্ত্রী যাই বলুন, মনিপুর আছে মণিপুরেই।