ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

মত-মতান্তর

সুখরঞ্জন বালির ফিরে আসা এবং অধ্যাপক মোস্তফা জামানের সামনে কঠিন সময়

যুক্তরাজ্য থেকে ডাঃ আলী জাহান

(১ মাস আগে) ১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

mzamin

মাওলানা সাঈদীর জানাজায় হাজির সুখরঞ্জন বালি

১. তিনি ফিরে এসেছেন। পাঁচ বছর ভারতের কারাগারে বন্দি থেকে পিরোজপুরের সুখরঞ্জন বালি দেখলাম ফিরে এসেছেন। তাও আবার গতকাল  সরাসরি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে, সাঈদী রাজাকার ছিলেন না। অনেকেরই মনে থাকার কথা যে, এই সাদা সিধে লোকটা সাঈদী সাহেবের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের সাক্ষী ছিলেন। শেষ মুহূর্তে তিনি আসামির পক্ষে বাদীর বিপক্ষে আদালতে বক্তব্য দেয়ার জন্য আসলে আদালত প্রাঙ্গন থেকে কিডন্যাপের শিকার হোন। কয়েকদিন পর চোখ বাঁধা অবস্থায় ভারতে নিজেকে আবিষ্কার করেন। তার পরের ইতিহাস কিছু দীর্ঘ। মানবজমিন ডিজিটালের ভিডিওতে সুখরঞ্জন তার কাহিনী কিছুটা
বর্ণনা করেছেন। অবশ্য তার বক্তব্য যাদের শোনার কথা তারা বড্ড দেরি করে ফেলেছেন। সাঈদী সাহেব এখন আর নেই।


২. প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা সাঈদী এখন এ জটিল ও নিষ্ঠুর পৃথিবীতে নেই।

বিজ্ঞাপন
সারা জীবন যে বিশ্বাসের লালন, প্রচার এবং প্রসারে সময় ব্যয় করেছেন, সেই বিশ্বাসের মূল উৎসের কাছে তিনি ফিরে গেছেন। কিন্তু কীভাবে? নিছক মৃত্যু অথবা অবহেলা/ হত্যার শিকার হলেন?


৩. আল্লামা সাঈদী যে clinical negligence এর মতো অপরাধের শিকার হননি তা প্রমাণের দায়িত্ব উনার চিকিৎসার দায়িত্বে থাকা কার্ডিওলজিস্ট অধ্যাপক মোস্তফা জামানের উপর। সেই সাথে পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

৪. আমি কার্ডিওলজির ডাক্তার নই। এমবিবিএস পড়তে যতটুকু কার্ডিওলজি বুঝতে হয় সে পর্যন্তই হার্ট সম্পর্কে আমার জ্ঞান। তবে এ প্রতিবেদন লেখার আগে অধ্যাপক জামানের ভিডিও ক্লিপ দেখা ছাড়াও কয়েকজন কার্ডিওলজিস্টের সাথে কথা বলেছি। আমি বায়বীয় অভিযোগ করছি না।

 

পিরোজপুরে মাওলানা সাঈদীর নামাজে জানাজা 

 

৫. ২০১২ সালে মাওলানা সাঈদীর প্রথম হার্ট এ্যাটাক হলে বারডেম হাসপাতালে তিনি ভর্তি হোন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে উনার Coronary Angiogram করা হয় এবং হার্টে স্টেন্ট লাগানো হয়। বারডেম হাসপাতালে যাবার আরেকটি কারণ ছিল যে, উনার ডায়াবেটিস ছিল। এর পর তিনি দীর্ঘদিন হার্টের কোনো বড় সমস্যায় পড়েননি।

৬. তবে দুদিন আগে হার্ট এ্যাটাক হলে কোথায় ভর্তি হবেন তা নিয়ে সমস্যা হয়েছে। বুকে ব্যথা অনুভব করলে কাশিমপুর কারাগার থেকে তাকে প্রথমেই নেওয়া হয় গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে হার্ট এ্যাটাক কনফার্মড হলে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে পাঠানো হয়। উনার হার্টের স্টেন্ট লাগানো হয়েছে যে বারডেম হাসপাতালে  (Cardiac Centre)সেখানে না নেওয়ার কোন কারণ আছে? কেন বারডেমে যোগাযোগ করা হয়নি অথবা পরিবারকে যোগাযোগ করতে বলা হয়নি?

৭. পরিবর্তে তাকে নিয়ে আসা হলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে কোন মানের চিকিৎসা হয় তা জানতে হলে ওখানে আপনাকে ভর্তি হতে হবে । ওখানে অবাক হয়ে দেশবাসী দেখলো যে, হার্ট এ্যাটাকের রোগীকে এম্বুলেন্সে থেকে নামিয়ে হাঁটিয়ে হাসপাতালের  ভেতর নেওয়া হচ্ছে। একটু হাঁটলেই যে exertion হবে সে কারণে যে হার্ট এ্যাটাক  হতে পারে বুঝার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না। অধ্যাপক জামান, আপনার কোন ব্যাখ্যা আছে?হাঁটিয়ে হাঁটিয়ে হার্ট এ্যাটাকের রোগীকে সিসিইউ-তে নিয়ে গেলেন!

৮.ভিডিওতে ডাক্তার জামান বলছেন যে, উনারা প্রথমেই মাওলানা সাঈদীকে PCI (Per Cutaneous Intervention) করার সিদ্ধান্ত নেন। পরে রোগীর বুকে ব্যথা না থাকার কারণে তারা PCI না করে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেন। PCI না করার অন্য কারণ ছিল? আপনি কেন এমনটি করলেন? এটি একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল। কার্ডিওলজি বইয়ের কোথাও লেখা নেই যে, বুকে ব্যথা না থাকলে PCI করার প্রয়োজন নেই। এটা পাগলের প্রলাপ। PCI না করার অন্য কারণগুলো উনার ক্ষেত্রে তো প্রযোজ্য ছিলো না।এখন আপনাকে বলতে হবে যে আপনারা কেন PCI করতে যাননি? Cearly, it's a medical
negligence which can be a crime. এর ব্যাখ্যা দিয়ে আপনি নিজে বাঁচুন, অন্য ডাক্তারদের বাঁচান। পরিবারের সদস্যরা ছাড়াও অনেকেই বলছেন এটি একটি খুন, পরিকল্পিত খুন।

মানুষ ছুঁটছে মাওলানার জানাজায় 

৯. ধরে নিলাম হাসপাতালের ভেতর উনি খুব ভালো ছিলেন এবং আপনারা অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। গুরুতর হার্ট এ্যাটাকের  রোগী, উনার ছেলে বা পরিবারের অন্য কাউকে মাওলানা সাঈদীকে দেখার সুযোগ দিয়েছিলেন? কেন দেননি? কী ব্যাখ্যা আছে?

১০. পরিবার তো বলছে আপনারা তাকে চিকিৎসা না দিয়ে তাকে হত্যা করেছেন। ভদ্র দেশে হলে হাসপাতাল কর্তৃপক্ষ এতক্ষণে রোগীর আত্মীয়দের সাথে যোগাযোগ করত। তদন্ত কমিটি গঠন করত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসকদের সাসপেন্ড করত। Clinical negligence ধরা পড়লে সংশ্লিষ্ট ডাক্তারদের তাদের রেগুলেটরি বডির (বাংলাদেশে BMDC) কাছে রেফার করত এবং তদন্ত ও শুনানি শেষে রায় না হওয়া পর্যন্ত তাদের প্র্যাকটিস এবং চাকুরি থেকে বিরত রাখতো। বাংলাদেশে এসবের কোন অস্তিত্ব আছে বলে আমার জানা নেই। ওখানে আপনারা স্বাধীন।

১১. মুমূর্ষু রোগীকে আত্মীয়-স্বজনদের সাথে দেখা না করতে দেওয়া কোনো মানবিক কাজ হতে পারে না। এটি একটি অপরাধ। এ অপরাধের সাথে জড়িত ছিলেন কারা? বিশ্ববিদ্যালয়ের ভিসি  মহোদয় কি একটু তদন্ত করতে পারবেন?

১২. মৃত্যুর পর সাঈদী সাহেবের পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর একটি জানাজা বায়তুল মোকাররম মসজিদে করতে চেয়েছিলেন। ডিএমপি পুলিশ কমিশনার তা করতে দেননি। কেন করতে দেননি? প্রেস কনফারেন্সে ওনার বক্তব্য দেখলাম। উনি বলছেন ওখানে গোলমাল হতে পারে তাই অনুমতি দেওয়া গেল না। আর কোন যুক্তি আছে? মসজিদে এখন জানাজা করতেও পুলিশের অনুমতি নিতে হয়? আর কী কী করতে অনুমতি লাগবে তা যদি পুলিশ  মানুষকে একটু আগাম জানান তাহলে উপকার হয়। পিরোজপুরে মাওলানা সাঈদীর যে জানাজা হয়েছে ওখানে কি গোলমাল হয়েছে? বিজ্ঞ পুলিশ কমিশনার কী জবাব দেবেন? ভালো কথা, দেশের অন্য স্থানে গায়েবানা জানাজায় বাঁধা দিচ্ছেন কেন? চকরিয়ায় তো একজনকে গুলি করে মেরেই ফেলা হয়েছে।

১৩. মাওলানা সাঈদীর পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালির আদালত পাড়া থেকে অপহরণ এবং অলৌকিকভাবে ভারতে চলে যাওয়ার কোনো তদন্ত হবে না?  মুক্তিযোদ্ধা সুখরঞ্জনের রাষ্ট্রপক্ষ ত্যাগের কোনো ব্যাখ্যা আসবে না? Clinical negligence or a murder এর কোন তদন্ত হবে? পুলিশকে কেউ জিজ্ঞেস করতে পারবে একজন মৃত মানুষের জানাজা পড়ার জন্য কেন তাদের অনুমতি লাগবে? কেন তারা মাওলানা সাঈদীর জানাজা ঢাকায় হতে দিলেন না? ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা প্রকাশ হয়ে যেত সেই ভয়ে?

১৪. মৃত্যু কারো কাছেই প্রত্যাশিত নয়। তারপরেও মৃত্যু ঘটবে। কখন ঘটবে, কীভাবে ঘটবে তা কেউ বলতে পারে না।কিন্তু আমাদের সকলকে এক সময় চলে যেতে হবে। মানুষের অভিশাপ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য প্রস্তুত আছেন? যদি থাকেন, তাহলে আমার আর বলার কিছু নেই। মানুষের অভিশাপকে ভয় করুন। এই অভিশাপ আপনার জীবনকে কীভাবে ছিন্নভিন্ন করে দেবে তা হয়তো কল্পনাও করতে পারবেন না।


ডাঃ আলী জাহান

যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক

সাবেক পুলিশ সার্জন, যুক্তরাজ্য

[email protected]

 

Link

PCI https://www.heartandstroke.ca/heart-disease/treatments/surgery-and-other-procedures/percutaneous-coronary-intervention

 

পাঠকের মতামত

আমরা আবেগ প্রবন হয়ে যে কোন কষ্টে আল্লাহর কাছে বিচার দেই। আল্লাহ কে বিচার দেয়ার প্রয়োজন পড়েনা। দুনিয়ার জমিনে প্রতিটি ঘটনা তিনি অবগত হচ্ছেন আর ওনার বিচার উনি ওনার স্টাইলেই করবেন। সেই বিচার থেকে কোন ভাবে বেঁচে যাওয়ার কোন সুযোগ নাই।

পরিবর্তনের অপেক্ষায়
২১ আগস্ট ২০২৩, সোমবার, ৮:১১ অপরাহ্ন

এই দেশ স্বাধীন দেশ। এখানে অন্যায় করারীরাই স্বাধীন, অপরাধীরাই স্বাধীন, চুরি-বাটপারী, হত্যা-রাহাজানীর স্বাধীনতা আছে এখানে। মানুষের স্বাধীনতা হারিয়ে গেছে। এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য জনগণনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এখনই সময়।

মমিন
২০ আগস্ট ২০২৩, রবিবার, ১০:৪৫ অপরাহ্ন

সত্যের একদিন উন্মোচন হবেই।

বাবর
২০ আগস্ট ২০২৩, রবিবার, ৯:১১ অপরাহ্ন

It's right time to band jamat/Zamin. Which become more than Nayadiganta/Shangram

Shamim
২০ আগস্ট ২০২৩, রবিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

চমৎকার বিশ্লেষণ।

আনোয়ারুল হক
১৮ আগস্ট ২০২৩, শুক্রবার, ৬:২২ অপরাহ্ন

বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী লেখা! চিন্তার খোরাক আছে। স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়ারি এই বাংলাদেশে নেই। প্রত্যেকটা সিস্টেম আজ কলাপ্স করেছে...কি নির্বাহী, কি জুডিশিয়ারি, কি লেজিলেটিভ। আইনের শাসন প্রতিষ্ঠিত না-হলে এই জাতির অধঃপতন আরো ত্বরান্বিত হবে।

Mamun
১৭ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১০:০০ অপরাহ্ন

আমি বিশ্বাস করি, আল্লামাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। বি ডি আর হত্যাকাণ্ডের মত একদিন ইন শা আল্লাহ এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই হবে। আর যারা এই ন্যাক্কারজনক ও জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত, তাঁরা দুনিয়া ও আখেরাতে অবশ্যই লাঞ্চিত হবেন, তাতে কোনই সন্দেহ নেই।

সরওয়ার কামাল ।
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

বর্তমানে এ ধরনের কিছু বাস্তব ভিত্তিক সাহসী লেখা শুধু মানবজমিন প্রকাশ করে থাকে । ধন্যবাদ মানবজমিন সত্যকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য । অবশ্য যাদের মনুষ্যত্ব নেই তাদের চোখ-কান থাকা না থাকার মাঝে পার্থক্য নেই ।

Sakhawat
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৬:৪৮ অপরাহ্ন

সংশ্লিষ্টদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেয়া উচিত।

BB
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন

It is indeed excellent coverage relating to death of Moulana Saidy. I firmly believe in the power oof Almighty Allah who will judge the repressive illegal régime of Bangladesh.

amjad hossain
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৮:২৬ পূর্বাহ্ন

অভিশাপ নিয়ে বেচে থাকতে পারবেন?

মুয়াজ
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৭:৫০ পূর্বাহ্ন

Thank Manabjamin.. sotto boler gotona sapanoer jonno.

Mamun
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৭:৩৬ পূর্বাহ্ন

সত্যটা লেখার জন্য আপনাকে ধন্যবাদ ও মানবজমিনকে যদিও আমি কোন রাজনীতি করি না একবারের ১০০ পার্সেন্ট ৯০% লোকের কথা লিখেছেন আপনি

Md Mojid
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৭:১০ পূর্বাহ্ন

আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাতে জায়গা করে দাও

MdIsmail
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৪:৪৫ পূর্বাহ্ন

মানবজমিনকে ধন্যবাদ মানবজমিনকে ধন্যবাদ ডাক্তার আলী জাহান সাহেবকে ধন্যবাদ

রশিদ
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৪:৩১ পূর্বাহ্ন

ধন্যবাদ, শোকাহত জনতার মনের কথা বলার জন্য।

দেশপ্রেমিক নাগরিক
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৩:৩৮ পূর্বাহ্ন

May the Almightily Allah give him the best heaven. Cordial thanks to Manob Jamin for broadcasting the authentic news.

Md.Omar
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৩:৩৪ পূর্বাহ্ন

ধন্যবাদ, আপনার মূল্যায়নের জন্য। আপনি আমেরিকা না থেকে বাংলাদেশে থাকলে এ ধরণের মন্তব্য করতেন কিনা জানি না। নীতিহীন দেশে নীতিবাক্য শুনালে আপনাকে ডিজিটাল ধারায় মামলা অথবা রাজাকার উপাধীতে ভূষিত করবে। বাংলাদেশের ডাক্তারও কাচাবাজার ব্যবসায়ীদের মত সিন্ডিকেটে জড়িত। তারা হাজারও অপরাধ করলেও ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কোন নজির নেই। কিছু হলেই পরিবহন শ্রমিকের মত ধর্মঘট আর হরতাল শুরু করে। কিছুদিন আগে আক গাইনো ডাক্তারের ঘটনা পুরা দেশকে ব্যথিত করলেও তার পক্ষে অন্যান্য ডাক্তারের সুপারিশ লজ্জাজনক।

Md Shamsul Islam
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ২:৩৭ পূর্বাহ্ন

অনেক অনেক ধন্যবাদ

H. M. Mobinul Islam
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ২:০৮ পূর্বাহ্ন

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের হার্ট আটক হয়েছে না কি হয়েছে এটা তার পরিবার বা দেশের জনগণ বুঝবে কি করে? উনাকে সার্বক্ষণিক কারারক্ষীদের হেফাজতে এবং হাসপাতালে ডাক্তারদের তদারকিতে রাখা হয়েছিল। তারা যা বলেছেন বা বলবেন সেটাই আমাদের বিশ্বাস করতে হচ্ছে বা হবে। কেন? মাওলানা দেওয়ার হোসাই সাঈদী কি নির্বংশ? না কি উনি অজ্ঞাত ব্যাক্তি যাকে রাস্তার ধারে পাওয়া গেছে? মিলিয়ন ডলারের প্রশ্ন। তারপর ঢাকায় জানাজা পড়তে না দেওয়ার কারণ একটাই সেটা বর্তমান ভোট চোর সরকারের বা সরকার প্রধানের ভয় ও হতাশা। ভয় এজন্য যে উনার জানাজায় লক্ষ লক্ষ লোকের সমাগম হবে আর সেটা উনি সহ্য করতে পারবেন না। আর হতাশা এটা যে উনার পিতার জানাজায় মাত্র ১৭ জন লোক উপস্থিত ছিলেন। যেটা একটা বিরাট হতাশার কারণ। কিন্তু বাংলাদেশের জনগণের অন্তর থেকে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে মুছে ফেলতে পারবেন না। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে ও মানুষ মনে রাখবে আর আপনাদেরকে ও মনে রাখবে। যেমন মানুষ হজরত হোসাইন (রাঃ) কে ও স্মরণ রেখেছে আবার ইয়াজিদ কে ও স্মরণ রেখেছে।

Rafiqul Islam
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১:৩৯ পূর্বাহ্ন

হে আল্লাহ তোমার কাছে এ-ই জুলুমের বিচার চাই।

md saiful sheikh
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১:২৮ পূর্বাহ্ন

ভদ্র দেশ বলতে আপনি কোন দেশের কথা বলতে চান?

হাফিজ
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১:১৬ পূর্বাহ্ন

Informative Article, Thankz

Zahir
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১:০৪ পূর্বাহ্ন

মাওলানা সাঈদীর পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালির আদালত পাড়া থেকে অপহরণ এবং অলৌকিকভাবে ভারতে চলে যাওয়ার কোনো তদন্ত হবে না? মুক্তিযোদ্ধা সুখরঞ্জনের রাষ্ট্রপক্ষ ত্যাগের কোনো ব্যাখ্যা আসবে না? Clinical negligence or a murder এর কোন তদন্ত হবে? পুলিশকে কেউ জিজ্ঞেস করতে পারবে একজন মৃত মানুষের জানাজা পড়ার জন্য কেন তাদের অনুমতি লাগবে? কেন তারা মাওলানা সাঈদীর জানাজা ঢাকায় হতে দিলেন না? ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা প্রকাশ হয়ে যেত সেই ভয়ে? সুখরঞ্জন বালির নৈতিকতা বাংলাদেশের বিচারপতিদের উপরে, টাকার জন্য মিথ্যা সাক্ষী দেন নাই সুখরঞ্জন বালি। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা সাঈদী এখন এ জটিল ও নিষ্ঠুর পৃথিবীতে নেই।

সাইফুল
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১:০৪ পূর্বাহ্ন

বর্তমানে বিচার বিভাগ হতে মানুষের বিশ্বাস উঠে গেছে বিচারকরা দলই হয়ে গেছে।

জসিম উদ্দিন
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১২:১৪ পূর্বাহ্ন

Thank you Daily Manob Jomin and Dr.Ali Jahan Sir.......

Forhad
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১২:১২ পূর্বাহ্ন

মানবজমিন কে অসংখ্য ধন্যবাদ। এই নিউজটা করার জন্য। এই নিউজটা ইনশাআল্লাহ এক দিন কাজে আসবে।

Md.Salman Haque
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১২:১১ পূর্বাহ্ন

This criminal regime exceeded all limits. Time is coming to take the justice.

Dakash
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১২:১১ পূর্বাহ্ন

ধন্যবাদ মানব জমিনকে

জাকির
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১২:০৫ পূর্বাহ্ন

Zajak Allah Khair.

Mohammed Nurul Alam
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৫২ অপরাহ্ন

Thanks for Manab zamin

Abdullah howlader
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৪২ অপরাহ্ন

ধন্যবাদ স্যারকে, মানবজমিনকেও অসংখ্য ধন্যবাদ। সত্য সবসময় সুন্দর। সত্য ও সাহসিকতার সাথে কলমযুদ্ধ করে যাহারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য এমন বিশ্লেষনমূলক লেখনী উৎসর্গিত হোক .....

মোঃ মিজানুর রহমান, ম
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৪২ অপরাহ্ন

Thanks MANOB JOMIN

MU
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৩৫ অপরাহ্ন

কাশিম্পুর কারাগার থেকে পিজিতে মৃত্যূ পর্যন্ত সাঈদী সাহেব কোন সিভিলিয়ানের সাথে কথা বলেছেন বলে কোন প্রমান নেই।উনি সর্বক্ষন ছিলেন কারারক্ষী এবং হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধায়নে।তাহলে কিভাবে বুঝবো উনার হার্ট এটাক হয়েছিল। উনার হাস্যজ্জল মূখ এবং চলাফেরায় বুঝা যায়নি উনি অসুস্থ। তাহলে কি ধরে নেবো উনাকে হত্যার জন্য পিজিতে আনা হয়েছিল?

Mustafa Kamal
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:২৭ অপরাহ্ন

জাননাতের মেহমান শহীদ মাওলানা সাঈদী গ্লোবালী সন্মানিত ! অবাক বা গা জ্বলার কিছু নেই । যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্যসহ পৃথিবীর সবখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি মানুষের চোখ-কান খোলা রাখা হয়েছে শুধু মাওলানার জন্য। যতদিন বাংলাদেশ নামের ভূখন্ড থাকবে ততদিন মহান আল্লাহর নিয়ামত ও মহানবী হযরত মুহাম্মদ স. এর মোজেজা আলকোরান এর আলো বিচছুরিত হবে। কেরানপ্রেমী তৌহিদী জনতার জয় হউক।

IMRAN
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:২৬ অপরাহ্ন

Thanks manabzamin

Dr Hasim Talukder
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:২৫ অপরাহ্ন

বিশ্ব বিবেক এভাবে জেগে উঠে সোচ্ছার কন্ঠে , প্রতিবাদের ভাষায় !

মোহাম্মদ হারুন আল রশ
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:২৩ অপরাহ্ন

মৃত্যুর পর সাঈদী সাহেবের পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর একটি জানাজা বায়তুল মোকাররম মসজিদে করতে চেয়েছিলেন। ডিএমপি পুলিশ কমিশনার তা করতে দেননি। কেন করতে দেননি? প্রেস কনফারেন্সে ওনার বক্তব্য দেখলাম। উনি বলছেন ওখানে গোলমাল হতে পারে তাই অনুমতি দেওয়া গেল না। আর কোন যুক্তি আছে? মসজিদে এখন জানাজা করতেও পুলিশের অনুমতি নিতে হয়? আর কী কী করতে অনুমতি লাগবে তা যদি পুলিশ মানুষকে একটু আগাম জানান তাহলে উপকার হয়। পিরোজপুরে মাওলানা সাঈদীর যে জানাজা হয়েছে ওখানে কি গোলমাল হয়েছে? বিজ্ঞ পুলিশ কমিশনার কী জবাব দেবেন? ভালো কথা, দেশের অন্য স্থানে গায়েবানা জানাজায় বাঁধা দিচ্ছেন কেন? চকরিয়ায় তো একজনকে গুলি করে মেরেই ফেলা হয়েছে।

onik
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:১৮ অপরাহ্ন

মানবজমিন কে অসংখ্য ধন্যবাদ। এই নিউজটা করার জন্য। এই নিউজটা ইনশাআল্লাহ এক দিন কাজে আসবে।

মোঃ রহিম উদ্দিন
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:১০ অপরাহ্ন

মাওলানা সাঈদীকে পূর্ব পরিকল্পিত পরিকল্পনার আলোকে সম্ভবত হত্যা করা হয়েছে বা মৃত্যুর পরিস্থিতি তৈরী করা হয়েছে। এটা একটি জঘণ্য অপরাধ। ডিএমপি কমিশনার বলেছে জানাজা পড়াতে পুলিশের অনুমতি লাগবে। তাহলে কি দুজন এক জায়গায় ঘুমালেও পুলিশের অনুমতি লাগবে।

Abdur Razzak
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:০৪ অপরাহ্ন

প্রজন্ম থেকে প্রজন্ম এদেশের বিচার ব্যাবস্থা অধপতনের গ্লানি বয়ে বেড়াবে

Mohd.alkamin
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:০১ অপরাহ্ন

আমি কোন ডাক্তার নই, তবুও এই প্রশ্ন গুলো গত দুইদিন ধরে আমাকে কুঁকড়ে খাচ্ছে। আজ মানবজমিনের কল্যানে ডাঃ আলী জাহান সাহেব সামনে নিয়ে আসলেন। এইসব এখন এইদেশের অনেকের প্রশ্ন।

ফারুক হোসেন
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:৫৮ অপরাহ্ন

একজন নিরপরাধ নির্লোভ ধার্মিক ইসলামী ছিন্তা বিদ শুদু ব্যক্তিগত প্রতি হিংশা ও খোব এর কারনে আজ ১৩ টি বছর জেল খানায় বন্দি অবস্তায় বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে গেলেন এটা সত্যি হৃদয় বিদারক। আপনি একজন ডাঃ এবং প্রাক্তন পুলিশ অপিসার হিসাবে আপনার প্রশ্ন গুলির সমাধান আমি ও ছাই। ইনশাল্লাহ একদিন হবে এর বিছার।

Imran
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:৫১ অপরাহ্ন

মাওলানা সাঈদীকে পূর্ব পরিকল্পিত পরিকল্পনার আলোকে সম্ভবত হত্যা করা হয়েছে বা মৃত্যুর পরিস্থিতি তৈরী করা হয়েছে। এটা একটি জঘণ্য অপরাধ

Saiful
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:৪২ অপরাহ্ন

মানবজমিনকে অসংখ্য ধন্যবাদ।

Monir Hossain
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:৩৭ অপরাহ্ন

হে আল্লাহ তোমার কাছে এ-ই জুলুমের বিচার চাই।

Sarwar Hossain
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:৩৪ অপরাহ্ন

বিশ্লেষণ মূলক মতামত প্রকাশের জন্য মানব জমিনকে সাধুবাদ জানাই। অনেক কিছু জানা গেল বুঝা গেল।

মো: মোশারফ হোসেন
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:৩০ অপরাহ্ন

এখন থেকে "শহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী " বলে ডাকব ।

রাশেদুল ইসলাম
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:২৬ অপরাহ্ন

বিচারের নামে প্রহসন, তালগাছ আমার টাইপ অবিচার।

Sohad
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:২৪ অপরাহ্ন

মৃত্যু কারো কাছেই প্রত্যাশিত নয়। তারপরেও মৃত্যু ঘটবে। কখন ঘটবে, কীভাবে ঘটবে তা কেউ বলতে পারে না।কিন্তু আমাদের সকলকে এক সময় চলে যেতে হবে। মানুষের অভিশাপ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য প্রস্তুত আছেন? যদি থাকেন, তাহলে আমার আর বলার কিছু নেই। মানুষের অভিশাপকে ভয় করুন। এই অভিশাপ আপনার জীবনকে কীভাবে ছিন্নভিন্ন করে দেবে তা হয়তো কল্পনাও করতে পারবেন না।

Ibrahim
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:১২ অপরাহ্ন

মানবজমিন কে অসংখ্য ধন্যবাদ।

কেফায়েত
১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৯:৪৭ অপরাহ্ন

মত-মতান্তর থেকে আরও পড়ুন

   

মত-মতান্তর সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status