ভারত
ঝুঁকি নিতে রাজি নয় ভারত, পূর্ব লাদাখে ৬৮ হাজার সেনা মোতায়েন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১৪ আগস্ট ২০২৩, সোমবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৭ অপরাহ্ন

২০২০ সালের দুঃস্বপ্নের স্মৃতি ভারত ভোলেনি। ভোলেনি গালওয়ানে চীনের পিপলস লিবারেশন আর্মির তাণ্ডবের কথা। ২০ জন অফিসার- জওয়ানকে হারাতে হয়েছিল ভারতকে। সোমবার সেই পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসুং থেকে ভারত ও চীন সেনা অপসারণ নিয়ে বৈঠক। মিলিটারি পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলেই পিপলস লিবারেশন আর্মি পূর্ব লাদাখে আক্রমণ হানতে পারে এই অনুমান করে ভারত কোনো ঝুঁকি নেয়নি। পূর্ব লাদাখের সীমান্ত সংলগ্ন এলাকায় রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি। ৬৮ হাজার জওয়ানকে বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব লাদাখে। ৯০টি ট্যাংকের সমাবেশ করা হয়েছে। ৩৩০টি সাজোয়া গাড়ি তৈরি রাখা হয়েছে। লাইন অফ আকচুয়াল কন্ট্রোল এর তিন হাজার ৪৮৮ কিলোমিটারের সবটাকেই যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
পাঠকের মতামত
হাজার হাজার সৈন্য দিয়া কি হবে ? চীন তো শুধু তক্তা নিয়ে রেডি ,আগের বারের মতো তক্তা দিয়া পিডাই মারতে।
বৈঠকটি যদি বাতিল হয়?