ভারত
ভারতীয় দণ্ডবিধি সম্পূর্ণ বদলে যাচ্ছে, আসছে ন্যায়সংহিতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৩, শনিবার, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
১৮৬০ সালে বৃটিশদের দ্বারা প্রণীত ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অবশেষে বদলে যাচ্ছে। অপরাধের ধরণ ধারণ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে শাস্তির ধারা পাল্টানোর আবেদন দীর্ঘদিন ধরে চলে আসছিলো। অবশেষে ভারতীয় সংসদে এই আইন পাল্টানোর বিলটি গৃহীত হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোডের বদলে চালু হবে ভারতীয় ন্যায় সংহিতা। ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট এর বদলে চালু হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এছাড়াও ভারতীয় সাক্ষ্য বলে একটি ধারা চালু হচ্ছে। বদলে যাচ্ছে রাষ্ট্রদ্রোহিতা আইন। এর আগে চালু থাকা রাষ্ট্র শব্দটি বাদ দেয়া হচ্ছে এই আইন থেকে। আগে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ডে। এখন নূন্যতম তিন বছর ও সর্বোচ্চ সাতবছর সাজা হবে। বদলে যাচ্ছে গণপিটুনি আইনও, এই আইনে ধরা পড়লেই সাত বছরের জেল হবে। কেউ ঘৃণা ভাষণ দিলেই তাঁর তিন বছরের জেল হতে পারে। সাম্প্রদায়িক ঘৃণা ছড়ালেই পাঁচ বছরের কারাদণ্ড। পরিবর্তিত এই বিলগুলি রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে গেছে। অনুমোদন পেলেই ভারতীয় ন্যায় সংহিতা আইনে পরিণত হবে।