ভারত
অনাস্থা বিতর্কেও আদানি, পরস্পরকে দোষারোপ বিজেপি-কংগ্রেসের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১০ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১০ অপরাহ্ন

ভারতীয় সংসদে অনাস্থা বিতর্কে বারবার উঠে এলো ভারতের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি ব্রাদার্সের নাম। কংগ্রেস নেতাদের অভিযোগ যে দেশের বুকে ছুরি মেরে আদানিদের বাড়তি সুবিধা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রীর প্রশ্রয়েই আদানি গ্রুপের এই বারবাড়ন্ত। আমেরিকার হিন্ডেলবার্গ সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসতেই আদানি এবং ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়ে, মোদি তখনও চুপ ছিলেন। রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় বলেন- আদানি নিয়ে আমি কিছু বলবো না। আমি বললেই কেউ কেউ দুঃখ পান। আদানি সম্পর্কে দেশবাসী সবই জানেন, নতুন করে আর কি বলবো? লোকসভার পর রাজস্থানে একটি জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী আদিবাসীদের জমি নিয়ে তা আদানিদের দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী পাল্টা বলেন, মোদি নন ছত্তিসগড়ে আদিবাসীদের জমি অধিগ্রহণ করে তদানীন্তন কংগ্রেস সরকার আদানিদের দিয়েছিলো। এছাড়াও তিনি কংগ্রেস মন্ত্রিসভার আদানিদের ৭২ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, মোদি নয়, আদানিদের স্রষ্টা কংগ্রেসই। অনাস্থা বিতর্কে আদানিদের থাকার সম্ভাবনা কল্পনার অতীত, কিন্তু না থেকেও তাঁরা যেন বেশি করে ছিলেন সংসদ ভবনে।