ভারত
সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩০ অপরাহ্ন

সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। আজ সংসদের কাজ শুরু হওয়া মাত্র স্পিকার ওম বিড়লার সংসাপত্র পৌঁছে যায় কংগ্রেস এর কাছে। এর ফলে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ ফেরানোর দাবিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে যে বৈঠকটি ডেকেছিলেন তা মূল্যহীন হয়ে গেল। কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী শনিবারই রাহুলকে সংসদে ফেরানোর জন্য আবেদনপত্র পেশ করেছিলেন স্পিকারের অফিস এ। কিন্তু, সেই আবেদন গ্রহণ করা হলেও তাতে কোনও সরকারি সিলমোহর না পড়ায় কংগ্রেস সন্দিহান ছিল- রাহুলকে দ্রুত ফেরানো হবে কিনা তা নিয়ে। অতীতে কেরালার এক সংসদ সদস্যকে ফেরানো নিয়ে গড়িমসির ফলে তিনি আদালতে গিয়েছিলেন। মামলা ওঠার আগেই অবশ্য তিনি সংসদ পদ ফিরে পান। প্রয়োজনে অধীর রঞ্জন আদালত পর্যন্ত যাওয়ার কথা জানিয়ে রেখেছিলেন। তার আর প্রয়োজন পড়লো না। কাল অর্থাৎ মঙ্গলবার থেকে সংসদে অনাস্থা বিতর্ক। রাহুল গান্ধীর নাম বক্তার তালিকায় ঢোকাতে এখন কংগ্রেস এর যত ব্যস্ততা।