ভারত
মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে কেন্দ্রীয় সরকার ও ছয়টি রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৯ জুলাই ২০২৩, শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন

গণপিটুনি এবং অত্যাচার সম্পর্কিত একটি জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিজেপি সরকার এবং ছয়টি রাজ্যকে নোটিস জারি করল তারা এর প্রতিবিধানে তারা কী করেছে তা জানতে চেয়ে। সিপিআইয়ের একটি সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান ওমেন মামলাটি এনেছিল যে বেশ কিছু রাজ্যে গো-হত্যা বন্ধের নামে গণপিটুনির হার বাড়ছে এবং তা মুসলিম নিধন যজ্ঞে পরিণত হচ্ছে। সুপ্রিম কোর্ট এরপরই নোটিস জারি করে। যে ছয়টি রাজ্যের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে, সেগুলি হলো- মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। এই রাজ্যগুলিতে গো-হত্যা আটকাতে গণপিটুনিতে সব থেকে বেশি মুসলিম মারা গেছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক বি আর গাভাই ও জে বি পারদিওয়ালা প্রথমে আবেদনকারীদের যে রাজ্যে ঘটনা ঘটেছে সেই রাজ্যের হাইকোর্টে যেতে বলেন। আবেদনকারীর আইনজীবী কপিল সিব্বল তখন বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের তাই নির্দেশ হলে হাই কোর্টে যাবো. কিন্তু, সুপ্রিম কোর্টও জানে তাতে কোনও লাভ হবে না। কপিল সিব্বল এর এই বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নোটিস জারি করে।
পাঠকের মতামত
এই নোটীশের ফলে সারা বিশ্ব বিষয়টি জানতে পারবে।
কোন পরিবারে স্বামী স্ত্রীর যেকেউ অসুস্থ হয়ে পরলে পুরো পরিবারই যেন অসুস্থ হয়ে পরলো।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]