বাংলারজমিন
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৩, সোমবার, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন

ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে রোলার মেশিন পেছনে ধাক্কা মেরে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার মুন্সির হাট বাজার এলাকায় কুতুবপুরে এঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) ও পরশুরাম উপজেলার শালধর বাজার এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪৩)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী উপজেলার মুন্সীরহাট কুতুবপুর এলাকায় ফেনী থেকে পরশুরামগামি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আবুল হাসিম আরও জানায়, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ফেনীতে মহাসড়ক দিয়ে হাটার সময় দ্রুতগতির যাত্রীবাহি বাস চাপায় পথচারী হালিমা বেগম (৩৭) নামের এক নারী নিহত হয়েছে। একই ঘটনায় তার মেয়ে হানিফা (৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বাথানিয়া রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল।
নিহত হালিমা বেগম ফেনী শহরের পূর্ব বিজয়সিংহ গ্রামের আমির হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার বিকালে রাস্তার পাশদিয়ে মেয়েকে নিয়ে হাঁটছিলেন মা হালিমা বেগম। এসময় তারা হেঁটে বিসিক রাস্তার মাথায় পৌঁছলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে এম্বুলেন্সে হালিমা আক্তারের মৃত্যু হয়। পরে গুরুতর আহত মেয়ে হানিফাকে ফেনীর একটি বেসকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল আরও বলেন, নিহতের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যায়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটিকে জব্দ ও চালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।