বাংলারজমিন
তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯১ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ১
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারময়মনসিংহের তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৯১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌখ বাহিনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রার নেতৃত্বে খাদ্যবান্ধব কর্মসূচি ৩০ কেজি ওজনের ৯১ বস্তায় ২ হাজার ৭৩০ কেজি চাল উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখা জনৈক শফিকুলের টিনশেড ঘর থেকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় চাল ব্যবসায়ী কালিখা গ্রামের আশরাফুল সরকারের ছেলে মো. আরাফাত সরকার (২২)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার পুলিশ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ছাইদুর বহমান জানান, উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে স্টক করলে এ দায়ভার আমার দপ্তরের না। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, চাল উদ্ধারের ঘটনায় তারাকান্দা থানায় মামলা হয়েছে। ধৃত আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।