ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়কের সংস্কার কাজে ধীরগতি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কে সংস্কার কাজ দ্রুত শেষ না হওয়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এক বছর আগে সংস্কার কাজ শুরু করলেও সংস্কার কাজ শুরু থেকে কচ্ছপ গতিতে চলছে নির্মাণ কাজ। যার ফলে সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত ও কাদামাটিতে ভরপুর হওয়ায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, শান্তিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন গত বছর শান্তিগঞ্জ উপজেলায় শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়ক শান্তিগঞ্জ বাজার থেকে ডুংরিয়া হাইস্কুল সংলগ্ন ব্রিজের পূর্ব পার্শ্ব পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। কাজটি ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ অ্যান্ড ব্রাদার্স বাস্তবায়ন করলেও সার্বক্ষণিক উপজেলা এলজিইডি বিভাগ দেখভাল করে আসছে। গত বছর আরসিসি ঢালাই রাস্তাটি ২শ’ মিলিমিটার অর্থাৎ প্রায় ৮ ইঞ্চি পুরো এবং ৫.৫ মিলি মিটার অর্থাৎ প্রায় ১৮ ফুট প্রশস্ত সড়কের কাজ শুরু হলেও সড়কের দু’পাশের গাছ কাটা নিয়ে জটিলতার কারণে নির্মাণ কাজে বিঘ্নতা সৃষ্টি হয়। তবে এর কোনো সুরাহা না হলেও চলতি বছরের শুরুর দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পুরোদমে রাস্তাটি নির্মাণ কাজ শুরু করে এবং একটি ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করে। কাজটি চলতি বছরের মে মাসে মেয়াদ শেষ হলেও প্রায় এক কিলোমিটারের অধিক রাস্তা নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি।
সরজমিন দেখো গেছে, সড়কটির ডুংরিয়া হাইস্কুল সংলগ্ন ব্রিজ থেকে শিবপুর গ্রামের রায়হান আহমদের বাড়িসংলগ্ন ব্রিজের পশ্চিম পার্শ্বে এবং ব্রিজের পূর্ব পার্শ্ব থেকে শিবপুর মধ্যপাড়া জামে মসজিদের পশ্চিম পর্যন্ত সড়কটির ঢালাইর কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে শিবপুর ভাঙ্গাপুলের (নতুন ব্রিজ) সামনে থেকে শান্তিগঞ্জ পর্যন্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার এখনো ছোট-বড় অসংখ্য গর্ত ও কাদামাটিতে ভরপুর হয়ে আছে। তবে শিবপুর গ্রামে সড়কের এক পাশে আরসিসি ঢালাইর কাজ সম্পন্ন হলেও অপর পাশে ছোট-বড় অসংখ্য গর্ত ও কাদামাটিতে কর্দমাক্ত হয়ে যান চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 
এ বিষয়ে ডুংরিয়া গ্রামের সিএনজিচালক আবুল হাসনাত বলেন, এ সড়ক দিয়া যাত্রী নিয়ে সিএনজি গাড়ি চালানো আমাদের জন্য খুব কষ্টকর। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বড় বড় গর্তে পানি জমে যায় এবং কর্দমাক্ত হয়ে পড়ে। বিশেষ করে রোগী ও গর্ভবতী মহিলারা খুবই কষ্টে সম্মুখীন হন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাব-স্টেশন অফিসার শাহীনুর রহমান শাহীন বলেন, শান্তিগঞ্জ থেকে ডুংরিয়া পর্যন্ত সড়কের রাস্তার একপাশ একপাশ করে রাস্তায় আরসিসি ঢালাই কাজ চলমান রয়েছে। যার ফলে একপাশ দিয়া অধিক যানবাহন চলাচলের ফলে গর্ত ও কাদামাটির সৃষ্টি হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ১০-১২ দিন কাজ বন্ধ ছিল। এখন পুরোদমে কাজ শুরু হয়েছে। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলে দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে গর্ত ভরাট, রাস্তা দিয়া যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status