বাংলারজমিন
‘ঘোষিত ডেড্ল্ললাইনের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে’
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনার ওপর ন্যস্ত দায়িত্ব পালন করুন। আপনার (প্রধান উপদেষ্টার) ঘোষিত ডেডলাইনের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার ও মানবতাবিরোধীদের বিচার কাজ শেষে নির্বাচন দিতে হবে। গতকাল সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে তাদের ঋণ শোধ করতে হবে। এ আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শোষণমুক্ত, ন্যায়-ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা কালো যুগ পার হয়েছি। ফ্যাসিস্টরা আলেম-ওলামা, ছাত্রদের বিনা দোষে বছরের পর বছর জেলে পুরে রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে বিনা দোষে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। ইবলিসের পরামর্শে তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে। হাসিনা মনে করেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে জামায়াত-শিবিরকে মর্যাদার আসনে বসিয়েছে। মহান আল্লাহ এ জাতির প্রতি নেয়ামত দান করেছেন।
লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ- সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম। তিনি বলেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীর কোনো জালেম রক্ষা পায়নি। আওয়ামী ফ্যাসিবাদও রক্ষা পায়নি। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, জুলুম মুক্ত করতে হবে, জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন করতে হবে, বেকারত্বের অবসান ঘটিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, সাম্যের দেশ গঠনে জামায়াতের কর্মীরা দায়িত্ব পালন করে যাবে। ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবে। অনেকে ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। রাসুল (স.)-এর শাসনব্যবস্থা এর উত্তম উদাহরণ।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ ও উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সালের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহাজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা অধ্যাপক রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য মু. মিজানুর রহমান, মু. গোলাম সরওয়ার কামাল, উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, শ্যামপুর থানা আমীর আব্দুর রব ফারুকী প্রমুখ।