বাংলারজমিন
ইসলামপুরে বিএনপি’র র্যালি
জামালপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ইসলামপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও সংহতি র্যালি করে ইসলামপুর উপজেলা বিএনপি। উপজেলা সদর প্রদক্ষিণ করে এই র্যালি জনসমাবেশে পরিণত হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সব পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হালিম বলেন, ১৭ বছর নির্যাতিত ছিল বিএনপির নেতাকর্মীরা। তাই তারা জানে নির্যাতনের শিকার মানুষগুলো কতটা অমানবিক জীবন-যাপন করে। তাই আগামী দিনেও দেশে ও বিদেশে সকল নির্যাতিত মজলুম মানুষের পাশে থাকবে বিএনপি।