বাংলারজমিন
ধর্ষণ ও হত্যার শিকার জুঁইয়ের পরিবারকে সমবেদনা-সহায়তা দিলেন তারেক রহমান
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারনাটোরে বড়াইগ্রামের আলোচিত ধর্ষণ ও নির্মমভাবে হত্যার শিকার শিশুকন্যা জুঁইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে জুঁইয়ের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা ও সহায়তা পৌঁছে দেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল কাদের মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল। এ সময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ জানান, দেশনায়ক তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জুঁইকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি তার পরিবারের পাশে থেকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংঘটিত অপরাধটির মামলা লিপিবদ্ধ হয়েছে চাটমোহর থানায়। তবে, দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা যথাযথ ভূমিকা চলমান রেখেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে বাড়ির পাশ থেকে ৭ বছর বয়সী জুঁইয়ের এসিডে ঝলসানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার বিকাল থেকে সে নিখোঁজ হয়। জুঁই ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো।