বাংলারজমিন
খুলনা রেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী কর্মকর্তার কাছে ঘুষ দাবি
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারখুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল দুপুর ১টায় অভিযান শুরু করেন তারা। সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল, অফিস সহকারী ফারুক হোসেনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া যায়।
দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, ছদ্মবেশে অভিযানে গেলে দালালরা দলিল রেজিস্ট্রিতে তাদের কাছে ঘুষ দাবি করে। পরে তাকে নিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা নকলনবিশকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেন, অভিযানে নকলনবিশ রাসেল শিকদারের ব্যাগে নগদ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। এই টাকার উৎস নিয়ে তিনি বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। এছাড়া অফিসের মোহরার অরুণ কুমার বিকাশে টাকা লেনদেন করেছেন। এরও সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেননি। মিতা নামের আরেক নকলনবিশের ব্যাগে ব্যাংকে টাকা জমার তথ্য ও এফডিআর’র কাগজ পাওয়া গেছে। টাকার উৎস সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। বিষয়গুলো জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। পাশাপাশি কমিশনকেও সার্বিক বিষয় অবগত করা হবে।