ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করায় ওসি’র কলরেকর্ড নাটক ও বদলির অভিযোগ বিএনপি’র

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে স্থানীয় লোকজন। গতকাল দুপুরে এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। ইটনার বিক্ষুব্ধ ছা্‌ত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও হলেও এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ বেশি ছিল।
আয়োজকদের অভিযোগ, আওয়ামী লীগ ও এর দোসরদের এজেন্ডা বাস্তবায়ন ও ষড়যন্ত্রে ওসিকে ফাঁসানো হয়েছে। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছাত্রলীগ করা কথিত এক সমন্বয়কের ষড়যন্ত্র ও পরিকল্পিত ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে জনবান্ধব ওসিকে বদলি করা হয়। তাকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। দুপুরে ইটনা মধ্যবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা। সেখানে আধাঘণ্টা ঘেরাও কর্মসূচি চলে। এ সময় বিক্ষোভকারীরা ওসি মনোয়ারের পুনর্বহাল চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। সেখান থেকে মিছিলটি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে গিয়ে অবস্থান নেয়। বেলা ২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বিএনপি নেতাদের অভিযোগ, ১২৮ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধারের ঘটনায় গত ২০শে মার্চ রাতে ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিলুজ্জামান ভূঁইয়াকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর আওয়ামী দোসররা ওসি মনোয়ার হোসেনকে সরাতে নানাভাবে তৎপর হয়ে ওঠে। এই তৎপরতার অংশ হিসেবে সমন্বয়ক দাবিদার আফজাল হোসেন শান্ত নিজে থেকে ওসিকে ফোন করে কলরেকর্ড ফাঁসের নাটক সাজান। তারা বলেন, ওসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি গ্রেপ্তারসহ আওয়ামী লীগের অপকর্ম প্রতিরোধে সোচ্চার ছিলেন। এতে তারা ক্ষিপ্ত ছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী ফোন রেকর্ডের নাটক সাজানো হয় এবং ওসিকে বদলি করা হয়েছে।
আফজাল হোসেন শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক। বিএনপি’র নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি শান্ততো বুঝতে পারছেন কি জিনিস? যদি সাজানো নাটক হইতো তাহলে আমি ৫ লাখ টাকার মামলা সাজাইতাম। জিলাপি খাওয়ার কাহিনী সাজাইতাম না। আরেকটা বিষয় হচ্ছে- উনাদেরকে বলেন, উনারা সবাই মিলে শান্তর বিরুদ্ধে একটা কল রেকর্ড বানাইতে। ওরাতো ওসি’র কাছ থেকে সুবিধা নিতো। আমি এতো বড় রিস্ক কেন নিলাম? নিছি মানুষের উপকার হবে। এ প্রসঙ্গে বদলিকৃত ওসি মনোয়ার বলেন, সরকারি চাকরি বদলির চাকরি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বদলির আদেশ দিয়েছেন, সে অনুযায়ী আমি দায়িত্ব হস্তান্তর করেছি। আমি ইটনাতে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষকে সেবা দিতে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হইনি। এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, আমি জেনেছি উনারা মিছিল করেছে। থানা ঘেরাও হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status