ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

মত-মতান্তর

এটা নূরদের দল, রেজা কিবরিয়ার নয়

আসিফ নজরুল

(৩ মাস আগে) ২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৯ অপরাহ্ন

mzamin

গণঅধিকার পরিষদ নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, হাসান মামুনদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন। এর উত্থান ও বিকাশে ড. রেজা কিবরিয়ার তেমন কোনো ভূমিকা নেই।

তিনি কামাল হোসেনের দল থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েন । এ অবস্থায় যে প্রত্যাশা থেকে, যে সম্মান দিয়ে দেশের তরুণ-যুবকদের নতুন প্রত্যাশার দল গণঅধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পূরণ করতে ব্যর্থ হন।

আমি নিজে রেজা কিবরিয়াকে দলটির প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমান রেখে দেরি করে আসতে দেখেছি, দলের সাধারণ কর্মী এমনকি নেতাদের সাথে তার দূরত্ব দেখেছি, কিছু টক-শো ও অনুষ্ঠানে তার অরাজনৈতিক ও ইমম্যাচিউরড কথাবার্তা শুনে হতাশ হয়েছি।

গণঅধিকার পরিষদে তিনি আনফিট ছিলেন। গতকাল নূরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অহমিকা প্রকাশ করেছেন তা নিচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খানকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করা সঠিক সিদ্ধান্ত।

রেজা কিবরিয়া, আপনি আত্মমর্যাদাবোধ নিয়ে নিজে নিজে একটা দল গড়ে তুলুন, প্রয়োজনে আপনার মতো বড় বড় পরিবারের সদস্যদের সাথে নিন। নূর-রাশেদদের রক্তে ঘামে প্রতিষ্ঠিত দল, আখতার আর সিফাতের মতো আমার বহু ছাত্রের আত্মত্যাগে গড়ে ওঠা দল, গণঅধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আশা করি। আমি জানি কী নির্যাতন, কী নিপীড়ন সহ্য করে তারা আজকে এই জায়গাটায় এসেছে।

নূর-রা তাই বলে সমালোচনার উর্ধ্বে নয়। তাদের ভুল-ভ্রান্তি থাকতেই পারে । আশা করবো তারা সেগুলো নিজেরা আলোচনা করে দূর করতে পারবেন। দেশের হাজারো তরুণের স্বপ্নের দল গণঅধিকার পরিষদ।

বিজ্ঞাপন
আশা করি, এটি পূরণে যে দায়িত্ববোধ, দক্ষতা আর দেশপ্রেম প্রয়োজন তা তারা দেখাতে পারবেন। গণঅধিকার পরিষদের জন্য শুভ কামনা।

পাঠকের মতামত

ভাল কে সবাই ভাল বলে ।ডাকসু তে ভোটে পাস । অতএব নএর জনপ্রিয়

md nuruzzaman
২৮ আগস্ট ২০২৩, সোমবার, ৬:৩২ অপরাহ্ন

আসিফ নজরুল স্যারের এ মূল্যায়নকে সঠিক মনে করি না। একটি গোজামিল কান্ড ঘটানো এক ছেলেকে নিয়ে এত নাচার কিছু দেখি না। হাউ কাউ করলেই বড় হয় না। সততার মূল্য সবচেয়ে দামী সব সময়। যার কাছে ওর সংকট সেটি প্রশ্নবিদ্ধ, ঐ ষংকটে গোটা জাতি ভুগছে লড়ছে। আবারো ঐ গ্যাড়াকলে ফেলতে চান তিনি? এ জাতি যেন আর জেনে শুনে বিষ পান না করে। গরীব হওয়া দোষের না, তবে চোর হওয়া ডাকাত হওয়া অনেক বড় চারিত্রিক দোষের নাম। কোন রাবার স্ট্যাম্পে ওটি মুছার নয়। ওটি চারিত্রিক অধঃপতনের সূত্রকথা।

Nazma Mustafa
১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৫:৪৪ অপরাহ্ন

Mr Nazrul expressed his herd mentality. No party should be one man show. But Mr Nazrul encouraged Nur to be like other parties in Bangladesh.

Mustafizur Rahman
৭ জুলাই ২০২৩, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

ভিপি নূর ভাইও রাজনীতিতে অনেক অনভিজ্ঞ। সাপের ঘরে যেরকম সাপ জন্মগ্রহণ করে তেমনিভাবে আওয়ামীর ঘরেও আওয়ামী ভাইরাস জন্মগ্রহণ করে। রেজার আগের কোন রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাকে একটি দলের সভাপতি কিভাবে বানানো হল। তাকে যদি সেক্রেটারী বানানো হত তাহলেও চলতো। এই দলটিতো মূলত ভিপি নূরকে কেন্দ্র করে গড়ে উঠা দল তাহলে রেজা সভাপতি হয় কিভাবে?

Sami
৩০ জুন ২০২৩, শুক্রবার, ১:০২ পূর্বাহ্ন

If Nur were involved in politics in the western world, his political career would be over by now for his unethical activities. And, Reza Kibria is unfit for Bangladesh for his arrogance and life style.

Nain Nai
২৫ জুন ২০২৩, রবিবার, ৩:৩৭ অপরাহ্ন

রেজা কিবরিয়াকে নেয়াই ভূল ছিল।

রানা
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১১:৪৯ অপরাহ্ন

ঐদলে রেজা কিবরিয়া একজন অতিথি পাখির মতো। তিনি গেলেই কী আর আসলেই কী। তবে তাকে নেয়াটা চরম ভুল ছিলো। এভাবে আর যেনো কাউকে নেয়া না হয়। আর একটা কথা , কেউ কোন দলের পক্ষে কথা বললেই তাকে সেই দলের সভাপতি হতে হবে ! এই ধরনের লোকদের জ্ঞানের চরম অবনতি হচ্ছে। ডক্টর আসিফ নজরুল একজন সম্মানিত গুনী ব্যক্তি। তাকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা উচিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।

মোল্লা মো: নুরুল ইসল
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ৫:৫৬ পূর্বাহ্ন

অচিরেই আসিফ নজরুল সভাপতি হব....

Sentoo
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ৫:৫৪ পূর্বাহ্ন

অচিরেই আশিফ নজরুল এই দলের সভাপতি হবেন

Mijanur Rahman
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ৫:১৯ পূর্বাহ্ন

শুরুতেই রেজা কিবরিয়াকে নেয়াই ভূল ছিল।

Md. Altaf Hossian
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ৩:৪৭ পূর্বাহ্ন

আওয়ামী পন্থীদের চিনতে বিএনপি যেমন ভুল করেছে ২০১৮ সালের নির্বাচনের সময় ; ভিপি নূরুল হক নূরও তেমনি চিনতে ভুল করেছে আওয়ামী পরিবারের ড. রেজা কিবরিয়াকে। কতো রক্ত, কতো ঘাম, কতো আঘাতের পর আঘাত সহ্য করে, মোকাবিলা করে নূরের গণ অধিকার পরিষদ আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষের এবং ছাত্র সমাজের নিরঙ্কুশভাবে মন জয় করেছে তা আমাদের চোখের সামনে দিনের পর দিন দেখেছি। ড. রেজা কিবরিয়া এলিট শ্রেণির মানুষ। তিনি গণ আন্দোলনের বুঝবেন কি? এই ছাত্র ছেলেগুলো দিনের পর দিন খেয়ে না খেয়ে ছাত্রদের সমস্যা এবং নিরাপদ সড়কের মতো জাতীয় সমস্যা নিয়ে আন্দোলন করেছে। তিল তিল করে তাঁরা সঙ্ঘবদ্ধ হয়েছে। তাঁদের পড়াশোনার ক্ষতি হয়েছে। জেল খেটেছে, মামলার শিকার হয়েছে। রাস্তায় দিনের পর দিন মার খেয়েছে। আর কিবরিয়া সাহেব উড়ে এসে জুড়ে বসে পড়লেন! বাহ! কিবরিয়া সাহেব। বাহ! আপনাকে বিশ্ব ব্যাংকে মানায়। রাস্তায় পুলিশের ও গুণ্ডাদের মার মোকাবিলা করে দল করা আপনার কাজ না। মানলাম আপনি সম্মানিত। আপনি সজ্জন। তো আপনার ছেলে, নাতি বয়সীদের সাথে বসে রাজনীতি করতে আপনার সম্মানে লাগেনা? আপনি দল করেন, দল করার অধিকার আপনার নিশ্চয়ই আছে। তাই বলে ছেলেপুলেদের সাথে? আপনার মতো এলিটদের সাথে নিয়ে একটা দল গড়ুন। দেখা যাবে এদেশের মানুষ আপনাকে কতোটা গ্রহণ করে। আপনি নিজেকে নিজে প্রমাণ করেন। বাচ্চাদের সাথে জড়িয়ে আপনার সম্মান হারাবেননা।

আবুল কাসেম
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১:৫১ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদে আমি দেখিনা রেজা কিবরিয়া সাহেবের কোন অবদান।

মোঃ ইব্রাহীম খলিল
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১:২৮ পূর্বাহ্ন

কী নিয়ে হঠাৎ এই মতপার্থক্য এবং অব্যহতি? বিষয়গুলো নিয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পদান করা দরকার। নতুবা এই দলটিকে নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈনি হবে।

মির্জা রানা
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১:১৯ পূর্বাহ্ন

কিবরিয়া সাহেব ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন , উনি কোন দলেই স্থায়ী হতে পারছেন না। উনার রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় হয়ে গেছে।

মিন্টু সিদ্দিকী
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১:০৭ পূর্বাহ্ন

well said

khaled
২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১২:৫৯ পূর্বাহ্ন

মত-মতান্তর থেকে আরও পড়ুন

   

মত-মতান্তর সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status