খেলা
অবশেষে 'স্বপ্নের' চ্যাম্পিয়নস লীগ জিতলো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১১ জুন ২০২৩, রবিবার, ৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫২ অপরাহ্ন

শেষ ছয় বছরে পাঁচ প্রিমিয়ার লীগ শিরোপা! অথচ ইউরোপিয়ান ক্লাবের সবচেয়ে শ্রেষ্ঠ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লীগেই যেন নিজেদের হারিয়ে খোঁজে ম্যানচেস্টার সিটি। কয়েকবার তো হাতছোয়া দূরত্ব থেকেও ফিরতে হয় খালি হাতে। অবশেষে স্বপ্নের চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ের স্বাদ পেলো সিটিজেনরা।
এবারও প্রথমার্ধে যেন একটু নার্ভাসই হয়ে পড়েছিলেন সিটি ফুটবলাররা। অগোছালো ফুটবলে গোলের দেখা পায়নি! বিরতি থেকে ফিরে ইন্টার মিলানের রক্ষণের ভুলের সুযোগে রকেট গতির শটে সোনার হরিণ হয়ে ওঠা গোল এনে দেন রদ্রি! সেই গোলটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
আজ ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। চ্যাম্পিয়নস লীগের আসরে সিটিজেনদের এটাই প্রথম শিরোপা। এই শিরোপা জিতে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে ট্রেবল জয়ের ইতিহাসও গড়ে সিটি।