খেলা
চোটে বাইরে ব্রুইনা, প্রথমার্ধে সমতায় সিটি-মিলান
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১১ জুন ২০২৩, রবিবার, ২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০২ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস লীগের চলতি আসরের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খেয়েছে ইংলিশ ক্লাবটি। মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা চোট নিয়ে মাঠ ছেড়েছেন। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে সমতায় থেকে বিরতিতে গেছে তারা।
তবে গোল না পেলেও প্রথমার্ধ জুড়ে দাপট দেখিয়েছে সিটি। ৬২ শতাংশ সময় বল ছিল পেপ গার্দিওয়ালার শিষ্যদের পায়ে।
দুই দলই গোলমুখে শট নিয়েছে চারটি করে। যেখানে সিটির দুইটি আর মিলানের একটি শট ছল গোলমুখে।
ম্যাচের ২৯তম মিনিটে ব্রুইনার পাস থেকে শট নেন হালান্দ। সেটা বুক দিয়ে প্রতিহত করেন মিলান গোলরক্ষক। এর কিছুক্ষণ পরই চোটে কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ব্রুইনা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
১
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ/ তাসকিন থাকছেন না, শান্ত বাদ পড়ছেন!
৯