খেলা
পুরনো ইনজুরিতে তামিম, তবে...
স্পোর্টস রিপোর্টার
১১ জুন ২০২৩, রবিবার
১৪ই জুন মিরপুর শেরেবাংলা মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগেই দল থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে। যদিও এখন সুস্থ আছেন। রিহ্যাব প্রক্রিয়া শেষে পুরোপুরি ফিট থাকলে খেলতে পারেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে দলের অন্যতম সেরা ওপেনার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন শঙ্কাতে। পুরনো ইনজুরিতে ভুগছেন তিনি। অন্যদিকে ইনজুরি থেকে ফিরলেও পেসার তাসকিন আহমেদের টেস্ট খেলা নির্ভর করছে কোচ ও ট্রেনারদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আরেক ওপেনার লিটন দাসের কিছুটা জ্বর তাই আছেন বিশ্রামে। তবে বাংলাদেশ ক্রিকে বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী দৈনিক মানবজমিনকে জানিয়েছেন তামিম, লিটন ও তাসকিনকে নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তারা খেলতে পারবেন। তবে সব নির্ভর করছে টিমম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর।
ওয়ানডে অধিনায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেখেন তার (তামিম) পিঠে যে ব্যথা সেটি পুরনো। নতুনভাবে তিনি ইনজুরি আক্রান্ত হননি। মাঝে মাঝে তার এই ব্যাকপেইনটা হয়। এখনো মাঠে খেলা গড়াতে বেশ কয়েকদিন বাকি। আমরা ইনজেকশন বা অন্য কোনো চিকিৎসা করছি না। তাকে সাধারণ ভাবে যে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় তাই করা হয়েছে। এখনো খেলা শুরু হতে বেশ কিছুদিন বাকি আমরা আশা করি সে খেলতে পারবে। তবে টিমম্যানেজমেন্টতো আছে তারাও দেখছেন। আমরা বিশ্বাস তিনি খেলতে পারেবন।’ অন্যদিকে আফগানদের বিপক্ষে টেস্টে তামিমকে নাও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদি শেষ পর্যন্ত তার পিঠের ব্যথা না কমে সেই ক্ষেত্রে তার একাদশে সুযোগ নাও হতে পারে।
তবে জানা গেছে বাংলাদেশ চাইছে আফগানদের বিপক্ষে নিজেদের সেরা একাদশই খেলাতে। সেই ক্ষেত্রে দেশের সেরা ওপেনার তামিম ফিট থাকলে খেলবেন বলেও জানিয়েছে দলের একটি সূত্র। ৩৪ বছর বয়সী এই ওপেনার সবশেষ টেস্ট খেলেছেন এ বছর এপিএল-এ আয়ারল্যান্ডের বিপক্ষে। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয়টিতে করেন ৩১ রান। তার ব্যাট থেকে সবশেষ সেঞ্চুরি এসেছে ৮ ইনিংস আগে। ২০২২ এ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে ৩৩২ বলে ১৩৩ রানের ইনিংস। এরপর তার ব্যাটে আর কোনো ফিফটিরও দেখা মেলেনি। তাই আফগানদের বিপক্ষে তার ব্যাট হাতে থাকছে চ্যালেঞ্জও।
সাকিবের এক্স-রে রিপোর্ট সন্তোষজনক
চোটের কারণে টেস্ট আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে নেই সাকিব আল হাসান। ভাঙা আঙ্গুল নিয়ে এখনো স্কিল অনুশীলন শুরু করতে পারেননি। তবে মিরপুরে সতীর্থদের অনুশীলন শুরু করেছেন তিনি। গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে চোট পান দেশের সেরা এই অলরাউন্ডার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। অন্যদিকে ইনজুরি কারণে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন সাকিব। কিন্ত হঠাৎ করেই ফিরেছেন দেশে। টেস্ট না খেললেও নিজিকে ওয়ানডের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। দেশে ফিরেই তিনি বিসিবি’র চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তাদের পরামর্শে করিয়েছেন ভাঙা আঙ্গুলে এক্স- রেও। এ বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘সাকিবের এক্স-রে রিপোর্ট সন্তোষজনক। তার আঙ্গুলের বেশ উন্নতি হয়েছে। সে এখন রিহ্যাব শুরু করেছে। আশা করি দ্রুতই তিনি ফিট হয়ে খেলা শুরু করতে পারবে।’
তাসকিনের ভাগ্য টিম ম্যানেজমেন্টের হাতে
ইনজুরিতে পড়ে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। অবশ্য আছেন আফগানদের বিপক্ষে তাকে রাখা হয়েছে টেস্ট স্কোয়াডে। এরই সধ্যে বল হাতে অনুশীলন শুরু করে দিয়েছেন এই পেসার। কিন্তু আফগানদের বিপক্ষে টেস্ট খেলার জন্য ফিট কিনা সেটা জানাবে একটি সফ্টওয়্যার। তার প্রতিদিনের ইনপুট দেওয়া হচ্ছে ওই সেটিতে। গ্রিন জোনে থাকলেই মিলবে খেলার অনুমতি। তাই তাসকিন স্কোয়াডে থেকেও আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারবে কিনা তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। তবে বিসিবি’র মেডিকেল বিভাগের প্রধান জানিয়েছেন আশার কথা। তিনি বলেন, ‘এখন তাসকিনের আর মেকিল কোনো ইস্যু নেই। তার খেলা না খেলা নির্ভর করছে ট্রেনার ও কোচদের উপর। এক কথায় টিম ম্যানেজমেন্ট ফিট মনে করলেই ও (তাসকিন) খেলতে পারবে। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই।’