ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘ক্রিকেটার দ্রাবিড় কিংবদন্তি কিন্তু কোচ হিসেবে জিরো’

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩, রবিবার
mzamin

ক্রিকেটার রাহুল দ্রাবিড় যতটা উঁচুতে, ততটাই তলানিতে কোচ দ্রাবিড়- এমন মন্তব্য বাসিত আলীর। পাকিস্তানের সাবেক এই স্টাইলিশ ব্যাটসম্যানের মতে, কোচ হিসেবে দ্রাবিড়ের দক্ষতা বলতে কিছু নেই। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের দুর্দশা ও টিম ম্যানেজমেন্টের নানা সিদ্ধান্ত দেখে এমন মন্তব্য বাসিত আলীর। ওভালের ফাইনালে সবুজ উইকেটে ও মেঘলা আকাশের নিচে টস জিতে আগে বোলিং নেয় ভারত। তবে প্রথম দিনেই ৩ উইকেটে ৩২৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।পরের দুই দিনে ভারত কিছুটা লড়াই করে বটে। তবে এগিয়ে থাকে অস্ট্রেলিয়াই। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া ২৯৬ রানে এগিয়ে যায় দুই ইনিংস মিলিয়ে। আর নব্বইয়ের দশকে স্টাইলিশ ও আগ্রাসী ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে নজরকাড়া বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ভারত ম্যাচ হেরে গেছে আসলে টস জিতে বোলিং নিয়েই।

 বাসিত আলী বলেন, ‘ম্যাচের প্রথম দুই ঘণ্টায় ব্যাটিং করা নিয়ে দুর্ভাবনায় ভারত যখন টস জিতে বোলিং নিয়েছে, তারা ম্যাচ হেরে গেছে তখনই। এরপর যেরকম বোলিং তারা করেছে, তা ছিল আসলে আইপিএলের বোলিং। লাঞ্চের সময় ভারতীয় বোলারদের দেখে মনে হচ্ছিল, তারা বুঝি ম্যাচ জিতে গেছে।’ পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০টি ওয়ানডে খেলা ব্যাটসম্যান বলেন, ‘এখন ভারত যা করতে পারে তা হলো, অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করা এবং চতুর্থ ইনিংসে অলৌকিক কিছুর আশা করা।

বিজ্ঞাপন
প্রথম ইনিংসে ভারত যে ১২০ ওভার ফিল্ডিং করেছে, ওদের স্রেফ ২-৩ জনকে ফিট মনে হয়েছে- রাহানে, কোহলি ও জাদেজা। বাকিদের ক্লান্ত মনে হয়েছে।’ ৫২ বছর বয়সী সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘রাহুল দ্রাবিড়ের বিশাল ভক্ত আমি। সবসময়ই ছিলাম ও থাকবো। দুর্দান্ত ক্রিকেটার ছিল সে, একজন কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে সে একদমই জিরো। ভারতে আপনারা টার্নিং উইকেট বানিয়েছেন। স্রেফ এই প্রশ্নের উত্তর দিন, অস্ট্রেলিয়াতে গিয়ে কি এরকইরকম উইকেট পেয়েছেন? ওখানে বাউন্সি উইকেট ছিল, তাই না? কে জানে, সে আসলে কী ভাবছিল।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status