খেলা
আফগানদের নিয়েই টিম হোটেলে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১১ জুন ২০২৩, রবিবার
একমাত্র টেস্ট সামনে রেখে টিম হোটেলে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল ও সফরকারী আফগানরা। গতকাল বাংলাদেশ সফরে দুই ভাগে ঢাকায় পা রাখে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানদের প্রথম বহর সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এর তিন ঘণ্টা পর আসে সফরকারী দলের দ্বিতীয় বহর। বিমানবন্দর থেকে সরাসরি তারা পৌঁছে যায় টিম হোটেলে। গতকাল তারা দিনের বাকি সময়টা কাটায় বিশ্রামে। আজ দুপুরে আফগানিস্তান দল মিরপুর শেরেবাংলা ক্রিকেট মাঠে অনুশীলন শুরু করবে। একই দিনে বাংলাদেশ দল উঠেছে টিম হোটেলে। দলের একটি সূত্র জানিয়েছে দুপুর ১২টা থেকে আফগানদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা সদস্যরা হোটেলে আসতে শুরু করেন। গতকাল টাইগারদের অনুশীলন না থাকায় সবাই যে যার মতো টিম হোটেলে আসেন। আজ বাংলাদেশ অনুশীলন করবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৪ই জুন মিরপুর শেরেবাংলা মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে।
টাইগারদের দলীয় সূত্র জানায়, ‘আমাদের স্কোয়াডের সদস্যরা সকাল সাড়ে ১১টার পর থেকেই টিম হোটেলে উঠতে শুরু করেন। দুপুরের মধ্যেই সবাই চলে এসেছেন। তামিম ইকবাল, লিটন কুমার দাসও এসেছেন। আজ তারা বিশ্রাম নিয়ে আগামীকাল (রোববার) সকালে অনুশীলন শুরু করবে।’ এই সফরকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে আফগান বোর্ড- আফগানিস্তান ক্রিকেট। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে। দলে নেই আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, জাভেদ আহমাদিদের কেউ। নবীনদের নিয়ে একপ্রকার অচেনা দল ঘোষণা করেছে তারা। তবে জানা গেছে রশিদ-মুজিব না থাকলেও বাংলাদেশ নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে।
কারণটাও বেশ জানা। সবশেষ ২০১৯ এ আফগানদের বিপক্ষে টেস্টে প্রথম দেখায় লজ্জার হার মেনে নিতে হয়েছিল টাইগারদের। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ হার দেখেছিল ২২৪ রানে। টেস্ট ক্রিকেটের নবীনতম দলের সঙ্গে প্রথম দেখায় টাইগারদের হারের প্রায় চার বছর হতে চলেছে। কিন্তু এমন হারের পর আলোচনা-সমালোচনা এখনো থামেনি। তাই নিজেদের মাটিতে এবার টেস্টে পারফরম্যান্স দিতে প্রস্তুত টাইগাররা। টেস্ট ম্যাচ খেলে ফির যাবে আফগানিস্তান দল। পরে আবার বাংলাদেশে আসবে আফগানরা। পরের বার তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৫ই জুলাই।